বেতনের দাবিতে অনন্ত জলিলের কারখানায় শ্রমিক বিক্ষোভ

সাভার (ঢাকা) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ জানুয়ারি ২০২২, ২১:৩৫

ঢাকার সাভারের হেমায়েতপুরে চিত্রনায়ক অনন্ত জলিলের মালিকানাধীন এজেআই গ্রুপের পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। বৃহস্পতিবার বিকাল থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এজেআই গ্রুপ কারখানার সামনের সিংগাইর-মানিকগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।

আন্দোলনরত শ্রমিকরা জানান, এই কারখানার প্রায় সাত হাজার শ্রমিকের গত ডিসেম্বর মাসের বেতন বকেয়া রয়েছে। সেই বকেয়া বেতনের দাবিতেই বিকালে কারখানা ছুটির পর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।

এ বিষয়ে শিল্প পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কোরবান আলী বলেন, আসলে তেমন কোনো সমস্যা না। হঠাৎ কারখানার সিপমেন্ট হয়নি, তাই বেতন দিতে একটু দেরি হয়েছে। তাই বৃহস্পতিবার কারখানা ছুটি দেওয়ার পর কিছু শ্রমিক রাস্তায় নেমে বিক্ষোভ করে। পরে আমরা বুঝিয়ে বললে তারা চলে যায়। কারখানা কর্তৃপক্ষের সাথে আলোচনা করে বেতন আদায়ের ব্যবস্থা করা হবে।

(ঢাকাটাইমস/১৩জানুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :