‘বাবার টাকার জোরে জামিন মিলবে না’, এমন হুঁশিয়ারি কাকে দিলেন কঙ্গনা?

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি ২০২২, ১২:৫৬
অ- অ+

ঠোঁটকাটা হিসেবে বলিউডে বেশ পরিচিতি রয়েছে অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের। কাউকে তিনি ছেড়ে কথা বলেন না। এছাড়া যেকোনো বিষয় বা ঘটনায় বিপরীতমুখী মন্তব্য করে বিতর্ক সৃষ্টিতেও তার জুড়ি নেই। বিশেষ করে প্রায়ই তার কথার তিরে ঘায়েল হন তারকা-সন্তানরা। এবার তারকাদের তিনি ঘায়েল করবেন তার অনুষ্ঠানে।

পরিষ্কার করে বললে, খুব শিগগির একটি রিয়্যালিটি শো সঞ্চালনা করতে চলেছেন কঙ্গনা। নাম ‘লক আপ’। ইতোমধ্যে সেটির টিজার প্রকাশ হয়েছে। কঙ্গনা তার ইনস্টাগ্রামে টিজারটি পোস্ট করেছেন। সেখানে দেখা যায়, কঙ্গনা একটি জেল লক-আপের সামনে হাঁটছেন। পরনে জাম্পশুট। টিজারের ক্যাপশন হচ্ছে, ‘মেরা জেল হ্যায় অ্যায়সা, না চলেগি ভাইগিরি না পাপা কা প্যায়সা’।

ব্যক্তিগত জীবনে কঙ্গনার নানা আইনগত ঝঞ্ঝাট চলছে। সেই সূত্রে নায়িকা বলেন, ‘পৃথিবীতে দুই ধরনের মানুষ আছেন। একদল যারা আমাকে পছন্দ করেন, আর যারা আমার প্রতি কুবাক্য ছোঁড়েন। যারা আমাকে ঘৃণা করেন তারা আমার কণ্ঠরোধ করার লক্ষ্যে আমার বিরুদ্ধে এফআইআর করেন, আমাকে নেপোটিজমের চক্রে জড়িত করেন। এদের জন্য আমার জীবন রিয়্যালিটি শোয়ে পরিণত হয়েছে। এবার আমার পালা।’

নিজের শো নিয়ে কঙ্গনা জানান, ‘আমি এমন একটা রিয়্যালিটি শো আনছি যেটা এই ধরনের শোগুলোকে স্রেফ ছাপিয়ে যাবে। এটা আমার জেল, এখানে আমারই শাসন জারি। এখানে ১৬ জন বিতর্কিত সেলেব্রিটি আটক আছেন। এদের সঙ্গে সেটাই করা হবে, যেটা আমি করতে চাই।’

টিজার থেকে এও জানা যায় যে, আগামী ১৬ ফেব্রুয়ারি ট্রেলার প্রকাশিত হবে। শো’টির পেছনে আছেন একতা কাপুর। একতার বিষয়ে যথেষ্ট শ্রদ্ধাও প্রকাশ করেছেন কঙ্গনা। আগামী ২৭ ফেব্রুয়ারি শোয়ের স্ট্রিমিং শুরু হবে।

ঢাকাটাইমস/১২ফেব্রুয়ারি/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকারবিরোধী মিছিলের চেষ্টা: শ্যামপুরে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৩ সদস্য গ্রেপ্তার
রুপগঞ্জে সমকামী সম্পর্কের জটিলতায় রুমমেটকে খুন, অতঃপর গ্রেপ্তার
যুক্তরাষ্ট্র, ফ্রান্সসহ ৮ দেশে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু করতে যাচ্ছে ইসি
মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরার ওপর প্রধান উপদেষ্টার গুরুত্বারোপ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা