ব্রাজিলে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১০৫

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি ২০২২, ১১:০৯| আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২২, ১২:২১
অ- অ+

দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১০৫ জন হয়েছে।

গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার দেশটির পাহাড়ি অঞ্চল রিও ডে জেনেরিও স্টেটে প্রায় তিন ঘণ্টা ধরে ২৫.৮ সেন্টিমিটার বৃষ্টিপাত হয়। বৃষ্টির তুমুল বেগের কারণে বন্যাসহ পাহাড়ের একাংশ ভেঙে পড়ে।

শহরের মেয়র রুবেনস জানান, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। কারণ এখনও দুর্ঘম অঞ্চলে উদ্ধারকারীরা পৌঁছাতে পারেনি। ইতোমধ্যে, ২১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

স্টেট গর্ভনর বন্যার পরিস্থিতিকে ‘যুদ্ধের’ সঙ্গে তুলনা করেছেন। তিনি সাংবাদিকদের বলেন,‘সামগ্রিক পরিস্থিতি যুদ্ধের মতো... গাড়ি উল্টে গেছে, কাদা ও পানিতে সব বাড়ি পূর্ণ হয়ে গেছে। রাস্তাঘাট সব বিধ্বস্ত হয়ে গেছে।’

এরই মধ্যে তিনি বাকি স্টেট গর্ভনরদের ভারী যন্ত্র নিয়ে উদ্ধার অভিযানে শামিল হতে আহŸান জানিয়েছেন। ২০১১ সালের জানুয়ারিতে ভারী বৃষ্টিপাতের কারণে ওই অঞ্চলে প্রায় ৯০০ মানুষ মারা যায়।

বুধবার উদ্ধারকারীদের সঙ্গে বেসামরিক নাগরিকরাও শরিক হন। তবে, অনেক বাড়ি মাটির নিচে তলিয়ে গেছে। হাজারো মানুষ ঘরছাড়া হয়ে রাত্রিযাপন করছেন।

এক বাসিন্দা গার্ডিয়ানকে বলেন,‘পাশের বাড়ির এক বয়স্ক মানুষকে সাহায্যের জন্য চিৎকার করতে শুনি। কিন্তু আমরা কিছুই করতে পারিনি। কিছুক্ষণ পরে তার আর কোনো চিৎকার শুনিনি।’

সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, অধিকাংশ সড়কই ভেঙ্গে গেছে। এ ছাড়া, সড়কে অধিকাংশ গাড়ি এলোমেলো পরে আছে।

(ঢাকাটাইমস/১৮ফেব্রুয়ারি/আরআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘জুলাই গণঅভ্যুত্থান’ উপলক্ষে বিআরটিএ'র আলোচনা সভা
৪৫ তলার সমান উঁচু থেকে বাঞ্জি জাম্পিং করে চমক দিলেন ড. জাকির নায়েক
শুক্রবার তারেক রহমানের সাথে বৈঠক করবে ১২দলীয় জোট
শিক্ষা উপকরণ বিতরণে গিনেস বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা