দেশে ফেরার আকুতি ইউক্রেনে আটকে পড়া ব্রাজিলিয়ান ফুটবলারদের

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ১৫:১৪ | প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ১৪:৩১

ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর থেকে দেশটিতে থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তাই স্থগিত করা হয়েছে ইউক্রেনের প্রিমিয়ার লিগ ‍ফুটবলের খেলা। এতে করে সেখানে আটকা পড়ে গেছে ইউক্রেনের বিভিন্ন ক্লাবের হয়ে খেলা ব্রাজিলিয়ান ফুটবলাররা। বেঁচে থাকার আকুতি জানিয়ে নিজ দেশে ফিরতে চান তারা।

এক বিবৃতির মাধ্যমে ইউক্রেনের লিগ কর্তৃপক্ষ জানিয়েছে, প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি মার্শাল ল’ জারি করায় অনির্দিষ্টকালের জন্য লিগ স্থগিত করা হচ্ছে। সেটা ঠিক কবে নাগাদ শুরু হবে- সে বিষয়ে কিছুই জানানো হয়নি। দেশটির এমনতাবস্থায় বেশ চিন্তিত বিভিন্ন দেশ থেকে সেখানে খেলতে যাওয়া ফুটবলাররা।

ব্রাজিলিয়ান খেলোয়াড়দের একটি গ্রুপ তাদের উদ্ধার করার জন্য নিজ দেশের সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে। ব্রাজিলিয়ান বংশোদ্ভূত ইউক্রেইন জাতীয় দলের ফুটবলার জুনিয়র মোরায়েস বৃহস্পতিবার নিজের ইনস্টাগ্রামে জানান, রাজধানী কিয়েভের একটি হোটেলে বন্দী হয়ে আছেন তারা।

শাখতার দোনেতস্কের ব্রাজিলিয়ান বংশদ্ভূত ফরোয়ার্ড জুনিয়র মোরায়েস সামাজিক যোগযোগ মাধ্যম ইনস্টাগ্রামে লিখেছেন, 'এখানকার অবস্থা হতাশার দিকে যাচ্ছে। আমার এই ভিডিও ছড়িয়ে দাও যাতে ব্রাজিলের সরকার এটি দেখতে পারে। আমরা সবাই একত্রে হয়ে একটি বিমানের অপেক্ষায় আছি যাতে ইউক্রেন ছাড়তে পারি। '

মোরায়েস তার পোস্টে আরও লেখেন, 'সকল বন্ধু ও পরিবার, পরিস্থিতি গুরুতর এবং আমরা কিয়েভে আটকে আছি, সমাধানের জন্য অপেক্ষা করছি। আমরা একটা হোটেলের ভিতরে আছি। আমাদের জন্য প্রার্থনা কর। '

এদিকে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, একটি হোটেলে রেকর্ড করা ভিডিওতে দেখা যায়, ডজন খানেক খেলোয়াড় সেখানে জড়ো হয়েছেন তাদের স্ত্রী ও সন্তানদের নিয়ে। এক নারী বলছেন,‘ আমরা আটকে পড়েছি। আমরা জানি না এখন কী করব। জানি না কীভাবে এই পরিস্থিতির সমাধান করা যায়’

(ঢাকাটাইমস/২৫ফেব্রুয়ারি/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :