সাকিবের খেলার সিদ্ধান্তে মুগ্ধ সুজন

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ মার্চ ২০২২, ১৯:৩৪
অ- অ+

সাকিবের পুরো পরিবারই অসুস্থ প্রায়। তাই তিনি দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরবেন, এমনটাই ধরে নিয়েছিলেন দেশসেরা অলরাউন্ডার। কিন্তু হুট করেই ওয়ানডে সিরিজ শেষ করার সিদ্ধান্ত নেন তিনি। আর তাতেই মুগ্ধ বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।

গণমাধ্যমের সামনে এ বিষয়ে কথা বলতে গিয়ে সুজন জানান, ‘পরিবারের এমন পরিস্থিতিতে তাকে আটকানোর ক্ষমতা আমাদের নেই। এটা একটা খুব জরুরি ব্যাপার। পারিবারিক বিষয় যে কোনো মানুষের জন্যই গুরুত্বপূর্ণ, ওর (সাকিব) জন্যও। কিন্তু সে এখন থেকে যাচ্ছে। খুবই দারুণ একটা ব্যাপার, সাকিব এই বিসর্জন হয়তোবা করেছে এই সিরিজটার জন্য। এটা আমাদের ও বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো খবর।’

উল্লেখ্য, তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-১ ব্যবধানে সমতায় রয়েছে বাংলাদেশ দল। সিরিজ নির্ধারণী ম্যাচে আগামী বুধবার পরস্পরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা। সিরিজ নির্ধারণী ওই ম্যাচ খেলেই দেশের উদ্দেশ্যে রওনা দেবেন সাকিব।

(ঢাকাটাইমস/২১মার্চ/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চুয়াডাঙ্গায় ভারতীয় রুপাসহ দুই চোরাকারবারি আটক
ভাটারায় মুক্তিপণের দাবিতে অপহরণ: ব্যবসায়ী উদ্ধার, টাকাসহ পাঁচজন গ্রেপ্তার
সাবেক এমপি শাম্মীর বাড়িতে চাঁদা আনতে গিয়ে গণতান্ত্রিক ছাত্র সংসদের সদস্যসহ ৫ জন গ্রেপ্তার
বিয়ের দেড় মাস পর স্বামী বুঝতে পারলেন তার স্ত্রী পুরুষ!
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা