কান উৎসবে নতুন করে চর্চায় ঐশ্বরিয়ার ‘নকল’ ঠোঁট

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ মে ২০২২, ১২:৩১
অ- অ+

বলিউডে গুঞ্জন আছে, হিন্দি সিনেমার এ জগতের যে কজন তারকা প্লাস্টিক সার্জারির মাধ্যমে তাদের শরীরের নানা অংশের পরিবর্তন করিয়েছেন, তাদের মধ্যে সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই অন্যতম। বিশেষ করে, তার ঠোঁট নিয়ে প্রায়ই কথা। বর্তমানে এই নায়িকার ঠোঁট যেমন, সেটি নাকি নকল, প্লাস্টিক সার্জারি করিয়ে বানানো।

ঐশ্বরিয়া বর্তমানে রয়েছেন বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ আসর ‘কান চলচ্চিত্র উৎসব’-এ। সঙ্গে স্বামী অভিনেতা অভিষেক বচ্চন এবং মেয়ে আরাধ্য বচ্চনও আছেন। সেখানে নতুন করে চর্চায় ঐশ্বরিয়ার ঠোঁট। রীতিমতো সেখানে নাকি এই ঠোঁট নিয়ে কটাক্ষের শিকার হয়েছেন

শুধু তাই নয়, কথা উঠেছে ঐশ্বরিয়ার চেহারা নিয়েও। আবার কি অন্তঃসত্ত্বা অভিনেত্রী? মন্তব্যের বন্যা বইল তা নিয়েও। গত সোমবার মুম্বাইয়ের বিমানবন্দর থেকে সপরিবারে কান-এ যান অভিনেত্রী। ছোট্ট আরাধ্যার চুলের ছাঁট নিয়ে একাধিক কড়া কথা ভেসে উঠেছিল সে দিনই। নেটমাধ্যমে অনেকেই বলেছিলেন, ‘মেয়ের জন্মের পর থেকেই একই চুলের ছাঁট, বিয়ে অবধি এটাই থাকবে নাকি?’

তার দু’দিন যেতে না যেতেই চর্চার কেন্দ্রে ঐশ্বরিয়ার রেড কার্পেটের সাজ। ঝলমলে গোলাপি গাউনে মোহময়ী ঐশ্বরিয়া তার স্বামী ও কন্যার সঙ্গে পোজ দিচ্ছিলেন। সেই ছবি দেখেই ফের মন্তব্য ভেসে এলো নেট দুনিয়ায়, ‘ঠোঁটে প্লাস্টিক সার্জারি করিয়েছেন মনে হচ্ছে!’ আর এক দলের দাবি, ‘ঐশ্বরিয়াকে দেখে মনে হচ্ছে আবার অন্তঃসত্ত্বা!’

যদিও ‘কান ২০২২’ থেকে একের পর এক ছবি সামনে আসছে, তাতে দিব্যি ভিনদেশি তারকাদের সঙ্গে আলাপচারিতায় মগ্ন অভিনেত্রী। মেয়ে আরাধ্যাও হলিউডের খুদে তারকাদের সঙ্গে ছোটাছুটি করে চলেছে। বাংলাদেশ থেকে কান উৎসবে যাওয়া তারকা দম্পতি অনন্ত জলিল-বর্ষার সঙ্গেও আড্ডা দিতে দেখা যায় ঐশ্বরিয়াকে।

(ঢাকাটাইমস/২০ মে/এএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চাঁপাইনবাবগঞ্জে গণপিটুনিতে যুবকের মৃত্যু
এসএসসি ও সমমানের ফল প্রকাশ, ৬৮.৪৫ শতাংশ পাস
নদী ভাঙনে ধসে পড়ল ফেনীর সোনাগাজীর ৩ সড়ক
জুলাই-আগস্ট হত্যাকাণ্ডে রাজসাক্ষী হলেন সাবেক আইজিপি মামুন 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা