মাদারীপুরে পৃথক ঘটনায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ মে ২০২২, ১৩:০১| আপডেট : ২১ মে ২০২২, ১৩:৪২
অ- অ+

মাদারীপুরের সদর ও শিবচর উপজেলায় আলাদা ঘটনায় পানিতে ডুবে ইয়াছিন মিয়া ও ইস্রাফিল ফকির নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকাল ৫টার দিকে শিবচর উপজেলার ভান্ডারীকান্দি ইউনিয়নের নতুন বাজার এলাকায় ও সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের ব্রাহ্মদি এলাকায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া শিশুরা হলো মাদারীপুরের শিবচর উপজেলার ভান্ডারীকান্দি ইউনিয়নের নতুন বাজার এলাকায় কালু মাদবরের দশ বছর বয়সী ছেলে ইয়াছিন মিয়া ও সদর উপজেলার ব্রাহ্মদি এলাকার আজিজুল ফকিরের দুই বছর বয়সী ছেলে ইস্রাফিল ফকির।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন স্থানীয়দের বরাতে বলেন, ইয়াছিনের পিতা কালু মাদবর জানায়, ইয়াছিন মিয়া দুপুরে ভান্ডারীকান্দি ইউনিয়নের নতুনবাজার এলাকায় নিকট আত্মীয়ের বাড়ি বেড়াতে আসে। বিকেলে বন্ধুদের নিয়ে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করার সময় পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা লোকজন পানিতে খোঁজাখুঁজি করে সন্ধ্যা ৬টার দিকে ইয়াছিনের নিথর দেহ উদ্ধার করা হয়। পরে ইয়াছিনকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

অপরদিকে মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মশিউর রহমান স্থানীয়দের কাছ থেকে প্রাপ্ত তথ্য থেকে জানান, সদর উপজেলার ব্রাহ্মদী এলাকায় বিকেলে নিজ বাড়ির উঠানে খেলছিল ইস্রাফিল। এসময় অসাবধানবশত একটি ডোবায় পড়ে যায় শিশুটি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর ইস্রাফিলকে পানিতে ভাসতে দেখে। পরে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করা হয়।

(ঢাকাটাইমস/২১মে/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশ নিয়ে আলোচনা : ‘দেশে অলিগার্ক শ্রেণির প্রভাব দিন দিন বাড়ছে, যা অত্যন্ত উদ্বেগজনক’
আমি যদি কর্মসূচি ঘোষণা নাও দিতে পারি, আন্দোলন চালিয়ে যাবেন: হাসনাত
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত ভারত-পাকিস্তান: ট্রাম্প
রাতে স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছে বিএনপি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা