বলিভিয়ার সাবেক প্রেসিডেন্টের ১০ বছরের জেল

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ জুন ২০২২, ১৫:৫০
অ- অ+

বলিভিয়ায় সামরিক অভ্যুত্থানের মাধ্যমে সাবেক প্রেসিডেন্ট ও পূর্বসূরি ইভো মোরালেসকে উৎখাতের ঘটনায় মূল ভূমিকা পালনের অভিযোগে সাবেক প্রেসিডেন্ট জিনিন আনেজকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত।

আলজাজিরা জানায়, স্থানীয় সময় গতকাল শুক্রবার লা পাজেকে দেশটির ‘সংবিধান পরিপন্থী সিদ্ধান্ত’ নেওয়ায় দোষী সাব্যস্ত করা হয়।

সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেস ২০১৯ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন। কিন্তু কারচুপির অভিযোগে মোরালেসের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হলে তাকে পদত্যাগের আহ্বান জানান তৎকালীন সেনাপ্রধান। এরপর পদত্যাগ করে বলিভিয়া ছেড়ে পালিয়ে যান তিনি।

পরে সবচেয়ে জ্যেষ্ঠ সিনেটর হিসেবে তত্ত্বাবধায় প্রেসিডেন্ট হন আনেজ।

সেসময় ইভো মোরালেসের দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়, পুলিশ ও সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে আনেজই মোরালেসকে উৎখাতের পরিকল্পনা সাজিয়েছিলেন।

২০২০ সালের প্রেসিডেন্ট ও কংগ্রেস নির্বাচনে পুনরায় বিপুল ভোটে জয়ী হয় মাস সোস্যালিস্ট পার্টি। আর ২০২১ সালের মার্চে আনেজকে আটক করা হয়।

আটকের পর থেকেই আনেজ নিজের বিরুদ্ধে অভ্যুত্থানে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন।

এক প্রতিক্রিয়ায় তার আইনজীবী জানান, ন্যায়বিচারের স্বার্থে তারা আন্তর্জাতিক সংস্থারগুলোর নিকট আবেদন জানাবে।

এ ছাড়া, সেনাবাহিনী ও পুলিশের সাবেক কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তাকেও জিনিন আনেজের পাশাপাশি সাজা দেওয়া হয়েছে।

অন্যদিকে রায়ের পূর্বে হিউম্যান রাইটস ওয়াচের একজন সিনিয়র গবেষক সেজার বলেন, ‘আমরা জানি, মামলাটি কীভাবে পরিচালিত হচ্ছে। এই মামলার শুনানি কীভাবে অনুষ্ঠিত হয়েছে তা পরীক্ষার জন্য উচ্চতর আদালতের নিকট আহ্বান জানিয়েছি।’

আনেজকে শুনানির সময় আদালতে নেওয়া হয়নি। বরং তিনি কারাগার থেকে ভার্চুয়ালি শুনানিতে অংশগ্রহণ করেন।

(ঢাকাটাইমস/১১জুন/আরআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকার ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে: মির্জা ফখরুল 
ভৈরবে দুদিনে শিয়ালের কামড়ে আহত ১৫ 
সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার গ্রেপ্তার
বৈষম্যহীন সমাজ গঠনের প্রত্যয়ে রয়েল বিশ্ববিদ্যালয়ে তারুণ্যের উৎসব
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা