শেখ হাসিনাকে আমরা কী দিতে পেরেছি সেটাও বিবেচনা করতে হবে: নাদেল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ জুলাই ২০২২, ১৮:৩৪
অ- অ+

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা অনেককে অনেক কিছু দিয়েছেন, কিন্তু আমরা তাকে কী দিতে পারছি সেটাই বিবেচনার বিষয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।

বৃহস্পতিবার ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন নাদেল।

দীর্ঘ ১৯ বছর পর অনুষ্ঠিত হওয়া ত্রিশাল উপজেলা সম্মেলনের উদ্বোধন করেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল হক খোকা।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, ‘দেশের অনেকেই স্বপ্ন দেখছেন বাংলাদেশ শ্রীলঙ্কা হবে। এটা অত্যন্ত দুঃখজনক, মূলত তারা জ্ঞানপাপী। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা থাকতে বাংলাদেশ পথ হারাবে না। বাংলাদেশ তার অভিষ্ঠ লক্ষেই এগিয়ে যাবে।’

সম্মেলনে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে নাদেল বলেন, ‘নেত্রীর কাছে আমরা শুধু পাওয়ার আশাই করি। বঙ্গবন্ধু কন্যা অনেককে অনেক কিছু দিয়েছেন। আমরা তাকে কী দিতে পারছি সেটাই আজকে বিবেচনার বিষয়।’

ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট জহিরুল হক খোকার সভাপতিত্বে ও ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য মারুফা আক্তার পপি ও উপাধ্যক্ষ রেমন্ড আরেং এবং ত্রিশালের সংসদ সদস্য রুহুল আমিন মাদানী এমপি।

এছাড়াও উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ, ত্রিশাল উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মী।

সম্মেলনে সভাপতি মনোনীত হন ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম মো. শামছুদ্দিন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন বিগত কমিটির সদস্য মো. ইকবাল হোসেন।

(ঢাকাটাইমস/২২জুলাই/এমএইচ/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কড়া বার্তা দিতেই ভাঙা হয়েছে ৩টি রিকশা, ক্ষতিপূরণসহ পুনর্বাসনের উদ্যোগ ডিএনসিসির
জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় আ.লীগ নিষিদ্ধ জরুরি ছিল: প্রেস সচিব
ভিটামিনের ঘাটতি পূরণে খাবারে ভিন্নতা আনতে হবে
ফরিদপুরে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি আকাশ গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা