রাশিয়ার নাগরিক ও জ্বালানির ওপর এক বছরের নিষেধাজ্ঞার দাবি জেলেনস্কির

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ আগস্ট ২০২২, ১১:২০| আপডেট : ০৯ আগস্ট ২০২২, ১২:৫৩
অ- অ+

রাশিয়ার নাগরিক ও জ্বালানি আমদানির উপর এক বছরের জন্য নিষেধাজ্ঞার দাবি জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রুশ সংবাদমাধ্যম আরটি।

সম্প্রতি, ইউক্রেনে সামরিক অভিযানের সামগ্রিক পরিস্থিতি নিয়ে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টে সাক্ষাৎকার দেন জেলেনস্কি। গতকাল সোমবার (০৮ আগস্ট) সাক্ষাৎকারটি প্রকাশ হয়।

গত ২৪ ফেব্রুয়ারি সামরিক অভিযান শুরুর পর রাশিয়ার উপর নজিরবিহীন নিষেধাজ্ঞা আরোপ করে পশ্চিমা বিশ্ব। তবে এসব নিষেধাজ্ঞাকে ‘দুর্বল’ বলে অভিহিত করেছেন জেলেনস্কি।

জেলেনস্কির মতে, অন্তত আগামী এক বছরের জন্য রাশিয়া থেকে সব জ্বালানি আমদানি ও রুশ নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা দিতে হবে।

ওয়াশিংটন পোস্টকে জেলেনস্কি আরও বলেন, সব থেকে গুরুত্বপূর্ণ নিষেধাজ্ঞা হচ্ছে সীমান্ত বন্ধ করে দেওয়া। কারণ রাশিয়া অন্য কারোর ভূমি দখল করছে। নিজেদের রাজনৈতিক দর্শনের পরিবর্তন না করা পর্যন্ত তাদের নিজেদের ভূমিতেই বাস করা উচিত।

জেলেনস্কি বলেন, বিশ্বে যেসব দেশে রাশিয়ার নাগরিকরা রয়েছেন, তাদেরকে নিজ দেশে ফেরত পাঠানো উচিত। তাহলে তারা যুদ্ধের ভয়াবহ পরিস্থিতি সম্পর্কে বুঝতে পারবে।

তবে যুদ্ধের জন্য সব নাগরিককে দায়ী করা ঠিক হবে কিনা এমন প্রশ্নের জবাবে জেলেনস্কি বলেন, সব নাগরিককে দায়ী করা যায়। কারণ তারা পুতিন সরকারকে মনোনীতি করছে। তারা যুদ্ধের প্রতিবাদে বিক্ষোভ করছে না।

জ্বালানি আমদানি ও সব নাগরিকের ওপর নিষেধাজ্ঞার মাধ্যমে ভ্লাদিমির পুতিনের উপর প্রভাব বিস্তার করা সম্ভব হবে বলে মত জেলেনস্কির।

(ঢাকাটাইমস/০৯আগস্ট/আরআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাইকেল কেনার জন্য ৩ হাজার টাকা চুরি, দেখে ফেলায় দুই খালাকে খুন
ফরিদপুর সদরপুরে তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার 
তদন্ত প্রতিবেদন: মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে ৫ অভিযোগ 
বগুড়ার শেরপুরে বিস্ফোরক মামলায় আ.লীগের তিন নেতা গ্রেফতার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা