রুশদির ওপর হামলার প্রতিবাদে পোস্ট, খুনের হুমকি পেলেন জে কে রাউলিং

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ আগস্ট ২০২২, ১৬:৫৪
অ- অ+

ব্রিটিশ লেখক সালমান রুশদির উপর হামলার নিন্দা জানিয়ে প্রতিবাদ জানানোর কারণে ‘হ্যারি পিটার’ সিরিজের জনপ্রিয় লেখিকা জে কে রাউলিংকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।

বিবিসি জানায়, শুক্রবার রুশদির উপর হামলার নিন্দা জানিয়ে একটি টুইট করেন।

টুইটে তিনি লিখেছিলেন, ‘ভয়ঙ্কর খবর। এই মুহূর্তে খুব অসুস্থ বোধ করছি। আশা করছি তিনি সুস্থ আছেন।’

তার ওই পোস্টের মন্তব্যের ঘরে একজন লিখেছেন, ‘চিন্তা করবেন না। পরের টার্গেট আপনি।’

এছাড়া, ওই মন্তব্যকারী রুশদির ওপর হামলাকারী হাদি মাতারকে ‘বিপ্লবী শিয়া যোদ্ধা’ বলে প্রশংসা করেন।

পরে ওই মন্তব্যের স্ক্রিনশর্ট নিয়ে টুইটার সাপোর্ট পেইজকে ট্যাগ করে সহায়তা চান জে কে রাউলিং। এক্ষেত্রে কোনও সহায়তা পাওয়ার সুযোগ আছে কিনা তা জানতে চান তিনি। পরে ওই টুইটারের কমেন্টে তিনি জানান, পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।

(ঢাকাটাইমস/১৪আগস্ট/আরআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘ধামাকা শপিং’-এর চেয়ারম্যান এম আলীকে ধরে থানায় দিল জনতা
তারেক রহমানকে শরণখোলা বিএনপির নেতাদের চিঠি, কাউন্সিলে আঞ্জুমান আরার প্রার্থীতা বাতিলের দাবি
সনাতনী জনগণের মাঝে বিএনপির বার্তা পৌঁছে দিলেন কাজী আলাউদ্দিন
বিচার সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমেই দেশ পুনর্গঠন করতে হবে: নাহিদ ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা