দক্ষিণ আফ্রিকার বর্ষসেরা ক্রিকেটার মহারাজ

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ আগস্ট ২০২২, ১৮:৩৯| আপডেট : ১৫ আগস্ট ২০২২, ১৮:৪৩
অ- অ+

গেল বছরে ক্রিকেটের তিন ফরম্যাটেই দুর্দান্ত সময় পার করেছেন দক্ষিণ আফ্রিকান বাঁ-হাতি স্পিনার কেশভ মহারাজ। এবার সেটার পুরস্কার স্বরুপ দেশটির বর্ষসেরার হওয়ার যোগ্যতা অর্জন করলেন তিনি। এদিকে নারী ক্রিকেটারদের মধ্যে বর্ষসেরা হয়েছেন ডানহাতি পেসার আয়াবঙ্গা খাকা।

গত রবিবার ২০২১-২২ মৌসুমের পারফরম্যান্সের ভিত্তিতে সেরা ক্রিকেটারের নাম ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকান ক্রিকেট বোর্ড। এদিকে এইডেন মার্করাম টি-টোয়েন্টির, ক্যাগিসো রাবাদা টেস্টের ও জানেমান মালান ওয়ানডের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন।

বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হওয়া কেশভ মহারাজ ২০২১-২২ মৌসুমে তিন ফরম্যাট মিলিয়ে মোট উইকেট নিয়েছেন ৭১টি। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে সবচেয়ে ভালো সময় কেটেছে তার। পরপর দুই টেস্টে ইনিংসে ৭ উইকেট নিয়েছিলেন ৩২ বছর বয়সী ক্রিকেটার।

এদিকে মার্কো জানসেন বছরের সেরা নবাগত খেলোয়াড় হয়েছেন। দক্ষিণ আফ্রিকার ভক্তদের বর্ষসেরা খেলোয়াড় বাঁহাতি বিস্ফোরক ব্যাটসম্যান ডেভিড মিলার।

(ঢাকাটাইমস/১৫আগস্ট/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘ধামাকা শপিং’-এর চেয়ারম্যান এম আলীকে ধরে থানায় দিল জনতা
তারেক রহমানকে শরণখোলা বিএনপির নেতাদের চিঠি, কাউন্সিলে আঞ্জুমান আরার প্রার্থীতা বাতিলের দাবি
সনাতনী জনগণের মাঝে বিএনপির বার্তা পৌঁছে দিলেন কাজী আলাউদ্দিন
বিচার সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমেই দেশ পুনর্গঠন করতে হবে: নাহিদ ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা