ইডেন কলেজ নিয়ে বাজে অভিজ্ঞতা জানালেন সাবেক ছাত্রী

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর ২০২২, ১৩:৫৭
অ- অ+

হঠাৎই উত্তপ্ত ঢাকার ঐতিহ্যবাহী ইডেন মহিলা কলেজ। আধিপত্য বিস্তার, সিট বাণিজ্য, সাধারণ ছাত্রীদের হেনস্তা ও অনৈতিক কাজে বাধ্য করার অভিযোগ শিক্ষা প্রতিষ্ঠানটির ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে। সর্বশেষ সহ-সভাপতিকে ডেকে নিয়ে মারধর করে হল থেকে বের করে দেওয়ার ঘটনাও ঘটেছে।

তবে এমন ঘটনা নতুন নয় বলে দাবি লিজা আক্তার হোসাইন নামে ইডেন মহিলা কলেজের সাবেক এক ছাত্রীর। নিজের ফেসবুকে একটি পোস্ট দিয়ে লিজা জানিয়েছেন, বর্তমানে কলেজটির যে চিত্র টেলিভিশন ও সংবাদমাধ্যমের খবরে উঠে আসছে, তা বহু পুরনো। এমন দৃশ্য তাকে প্রায়ই দেখতে হতো। কলেজটির পরিবেশকে জঘন্য বলে উল্লেখ করেছেন লিজা।

সাবেক এই শিক্ষার্থী ফেসবুকে লিখেছেন, ‘আমি ইডেন থেকে বলছি। নিজের শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে কখনো মুখ উচিয়ে গল্প করার মত কিছু বলতে পারিনি বন্ধু মহল কিংবা আত্নীয় কিংবা করপোরেটে। পরীক্ষার সময়টুকু বাদ দিলে সব মিলিয়ে ১৫ থেকে ২০ দিন ক্লাস করেছি। দুই-একজন ক্লাসমেটের সহযোগিতায় ক্লাসের আপডেট নিতাম আর পরীক্ষার সময় শুধু পরীক্ষা দিতাম।’

‘প্রাইভেটের খরচ চালানোর চাপ দিতে চাইনি বাবা-মাকে। তাই শত কষ্ট চুপচাপ মেনে নিয়ে চেষ্টা করেছি পড়াশোনাটা চালিয়ে নিতে। আজকে যা আপনারা টিভিতে নিউজে দেখছেন, এসব আমরা টুকটাক প্রায়ই দেখতাম। জঘন্য এক পরিবেশের ভেতর, বিশেষ করে হলের ভেতর। জোর করে মেয়েদের রাজনীতিতে নামানো এবং রাজনীতি করা এখানকার শিক্ষাদান। যেন দলভারী করার জন্য এক ফ্যাক্টরি খুলে বসছে।’

এসব দেখে তার দম বন্ধ হয়ে আসতো বলে পোস্টে লিখেছেন লিজা। সাবেক এই শিক্ষার্থী তার পোস্টের শেষ দিকে লিখেছেন, ‘শেষ যেদিন কলেজে গিয়েছিলাম, সেদিনের দুটি ছবি খুঁজে পেলাম। এখন বুঝি, কেন টপ এক হাজারের মধ্যেও একটাও বাংলাদেশের কোনো ইউনিভারসিটির নাম নেই।’

(ঢাকাটাইমস/২৬সেপ্টেম্বর/এএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিপুল সমাগমে নয়াপল্টনে চলছে শ্রমিকদলের সমাবেশ
রূপগঞ্জে গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণ: দগ্ধ ৩ 
শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়: প্রধান উপদেষ্টা
শিবচরে প্রতিবন্ধী ছেলেকে সেতু থেকে ফেলে দেওয়ার অভিযোগ মায়ের বিরুদ্ধে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা