ভুঁইফোঁড় মানবাধিকার সংগঠনের কাছ থেকে পদক নিয়ে ফাঁসলেন সাউথইস্ট ব্যাংকের নারী কর্মকর্তা

বিশেষ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ অক্টোবর ২০২২, ১১:৩৮| আপডেট : ০৬ অক্টোবর ২০২২, ১১:২৬
অ- অ+

একটি মানবাধিকার সংগঠনের কাছ থেকে পদক নেয়ার পর ভুয়া পিএইডি ডিগ্রি নিয়ে সেই পরিচয় দেয়ার অভিযোগ উঠেছে সাউথইস্ট ব্যাংকের মানবসম্পদ বিভাগের প্রধানের বিরুদ্ধে। তার নাম ডেইজি নিলুফার শারমিন। ওই কর্মকর্তা ২০২০ সালের ডিসেম্বর থেকে ব্যাংকটিতে হেড অব হিউম্যান রিসোর্সের (মানবসম্পদ বিভাগ) প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন বলে জানা যায়। ২০০৭ সালে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে ইন্টার্নশিপ করার মাধ্যমে চাকরিজীবন হয় হয় শারমিনের।

কয়েকদিন আগে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন নামের একটি মানবাধিকার সংগঠনের কাছ পদক নিয়ে আলোচনায় আসেন শারমিন।

শারমিন নিজের প্রোফাইলে উল্লেখ করেন তিনি ‘ডাইভারসিটি ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাফারমেটিভ অ্যাকশন প্রোগ্রাম’ বিষয়ে ২০১১ থেকে ২০১৫ সালের মধ্যে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করলেও তার দাবি ম্যানেজমেন্ট বিভাগের অধীনে তিনি এই পিএইচডি করেছেন। তবে এর স্বপক্ষে এখন পর্যন্ত কানো প্রমাণ উপস্থাপন করতে পারেননি তিনি।

এ বিষয়ে জানতে চাইলে সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম কামাল হোসেন বলেন, বিষয়টি সাংবাদিকদের মাধ্যমে আমি জানতে পেরেছি। তদন্তের মাধ্যমে তার জালিয়াতি প্রমাণ পাওয়া গেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

জানা গেছে, ২০০৯ সালের অক্টোবর থেকে ২০১৫ সালের জুন পর্যন্ত ইস্টার্ন ব্যাংকে এসএমই শাখায় সহযোগী ব্যবস্থাপক হিসেবে কাজ করেন শারমিন। এরপর যোগ দেন ওয়ান ব্যাংকে। সাউথইস্টে যোগদানের আগে সেখানে ট্রেইনিং শাখায় চাকরি করতেন তিনি।

সিনিয়র প্রিন্সিপাল অফিসার পদ থেকে হঠাৎ করেই তিনি দুই ধাপ পদোন্নতি নিয়ে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এসএভিপি) হিসেবে যোগদান করেন সাউথইস্ট ব্যাংকে। তার পিএইচডি ডিগ্রি নিয়ে ব্যাংকপাড়ায় ব্যাপক তোলপাড় চলছে।

জানা যায়, অনলাইন সফটওয়্যারের মাধ্যমে ডেইজির পিএইচডির বিষয় অনুসন্ধান করার পর একই বিষয়ে অন্য একজনের গবেষণাকর্মের সঙ্গে প্রায় ৮৫ ভাগ হুবহু মিলে যায়। যা তার চৌর্যবৃত্তির মনোভাবকে সামনে আনে। এ বিষয়ে শিগগিরই শারমিনের ‘ভুয়া পিএইচডি ডিগ্রিকে’ চ্যালেঞ্জ করে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে অভিযোগ দায়ের করা হবে বলে জানা গেছে। জানা গেছে, এটি করবেন আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের উপদেষ্টা সুফী সাগর শামস।

এ বিষয়ে যোগাযোগ করা হলে শারমিন পরে কথা বলবেন বলে জানান।

বাংলাদেশ ব্যাংকের এক সিনিয়র কর্মকর্তা ক্ষোভ প্রকাশ করে বলেন, কোনো প্রকার পূর্ব অভিজ্ঞতা ছাড়া ডাবল প্রমোশন দিয়ে একটি ব্যাংকের হেড অব এইচআর (মানবসম্পদ বিভাগের প্রধান) করা হাস্যকর এবং গুরুতর অনিয়ম বলে মনে করি। বিষয়টি ইতোমধ্যে কয়েকটি গণমাধ্যমে দেখেছি এবং লিখিত অভিযোগ পেলে সাউথইস্ট ব্যাংক কর্তৃপক্ষের ব্যাখ্যা তলব করা হবে।

এ বিষয়ে অভিযুক্ত ডেইজি নিলুফার শারমিনকে একাধিকবার কল এবং ক্ষুদে বার্তা দিয়েও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

(ঢাকাটাইমস/৫অক্টোবর/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ব্রহ্মপুত্র নদে ভেসে উঠল নিখোঁজ ২ ভাইয়ের মরদেহ
তাপপ্রবাহ থেকে সুরক্ষিত থাকতে যেসব নির্দেশনা দিল স্বাস্থ্য অধিদপ্তর
ঢাকাসহ ৫৬ জেলার ওপর দিয়ে বইছে তাপপ্রবাহ, আট জেলায় তীব্র
দাবা খেলা নিষিদ্ধ করলো আফগানিস্তান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা