নিউজিল্যান্ডের বিপক্ষে প্রোটিয়াদের ৯ উইকেটের বড় জয়

বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে নিউজিল্যান্ড ক্রিকেট দলকে পাত্তাই দিল না দক্ষিণ আফ্রিকা। বোলারদের দাপুটে বোলিংয়ে ৯ উইকেটের বড় জয় পেয়েছে প্রোটিয়ারা। ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে মাত্র ৯৮ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। জবাবে খেলতে নেমে ৯ উইকেট ও ৫২ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় প্রোটিয়ারা।
ম্যাচের শুরুতে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাট করার আমন্ত্রণ জানান দক্ষিণ আফ্রিকান দলনেতা কেশভ মহারাজ। টস হেরে ব্যাট করতে নেমে ব্যাট হাতে সুবিধা করতে পারেনি কিউই ব্যাটাররা। দলের পক্ষে সর্বোচ্চ ২৬ রানের ইনিংসটি খেলেন ওপেনার মার্টিন গাপটিল। এছাড়া গ্লেন ফিলিপস ২০ ও মিচেল ব্রেসওয়েল তুলেন ১১ রান।
বাকি ব্যাটারদের কেউই দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি। ৬ রানে ফিন অ্যালেন, ৩ রানে কেন উইলিয়ামসন, ৪ রানে চ্যাপম্যান, ৪ রানে স্যান্টনার, ৯ রানে মিলনে, ৩ রানে সোদি ও ১ রানে ফেরেন লকি ফার্গুসন। এদিকে ২ রানে অপরাজিত থাকেন টিম সাউদি।
রান তাড়া করতে নেমে কোনো চাপই নেয়নি দক্ষিণ আফ্রিকা। মাত্র ৬.৫ ওভারে ওপেনিং জুটিতেই আসে ৬৬ রান। ২৪ বলে ২৭ রান তুলে আউট হন ওপেনার রেজা হেনড্রিকস। এরপর আর উইকেট হারাতে হয়নি প্রোটিয়াদের। এইডেন মার্করামকে সঙ্গে নিয়ে জয় তুলে নেন ওপেনার রিলে রুশো।
ব্যক্তিগত অর্ধশতক পূরণের পর ৫৪ রানে অপরাজিত থাকেন রুশো। মাত্র ৩২ বলে খেলা তার এই ইনিংসটি নয়টি চার ও একটি ছয়ে সাজানো। আর ১২ বলে ১৬ রান করে অপরাজিত থাকেন এইডেন মার্করাম।
(ঢাকাটাইমস/১৭অক্টোবর/এমএম)

মন্তব্য করুন