বগুড়ায় ছুরিকাঘাতে যুবক খুন

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ নভেম্বর ২০২২, ০০:২৮| আপডেট : ১২ নভেম্বর ২০২২, ১১:১২
অ- অ+

বগুড়ার একটি বিলিয়ার্ড ক্লাবে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে জুনায়েদ আল হাবিব বিপুল (২১) নামে এক যুবক খুন হয়েছেন। শুক্রবার রাত ৯টার দিকে শহরের নামাজগড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বিপুল শহরের বাদুরতলা এলাকার মৃত সাইফুল ইসলামের ছেলে। তিনি ছাপাখানায় কাজ করতেন।

জানা গেছে, বিপুল শহরের নামাজগড় এলাকার তালুকদার মতি ম্যানশনের ৩য় তলার ব্রেক অ্যান্ড রান নামে একটি প্রতিষ্ঠানে বিলিয়ার্ড খেলছিলেন। এসময় ৬ থেকে ৮ জন যুবকের একটি দল সেখানে গিয়ে খেলার জন্য বিপুলকে সরে যেতে বলেন। এই নিয়ে ওই যুবকদের সাথে বিপুলের বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তারা বিপুলের শরীরের কয়েকটি স্থানে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরাফত ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, বিলিয়ার্ড খেলাকে কেন্দ্র করে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ওই যুবক নিহত হয়েছে। তার বুকের নিচে এবং পেটের বাম পাশে ছুরিকাঘাত করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য শজিমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িতদের ধরতে অভিযান চলছে।

(ঢাকাটাইমস/১২নভেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইশরাককে দ্রুত শপথ না পড়ালে বৃহত্তর আন্দোলনের সতর্কতা সালাহউদ্দিনের
জামালপুরে দুই ইটভাটা গুঁড়িয়ে দিলো প্রশাসন, জরিমানা ২ লাখ
পুলিশের এসপি পদমর্যাদার ১৭ কর্মকর্তাকে বদলি, ১০ জন পেলেন অতিরিক্ত ডিআইজির দায়িত্ব
ট্রাম্পের নতুন আইন, অন্য দেশে রেমিট্যান্স পাঠাতে লাগবে পাঁচ শতাংশ কর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা