প্রথমার্ধে ফ্রান্সকে রুখে দিল তিউনিসিয়া

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ৩০ নভেম্বর ২০২২, ২২:১২

এক ম্যাচ হাতে রেখেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করা ফ্রান্সের বিপক্ষে গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে লড়ছে তুলনামূলক কম শক্তিশালী দল তিউনিসিয়া। আর প্রথমার্ধের খেলায় ফরাসিদের আটকিয়ে রাখল তিউনিসরা। বিরতি আগ পর্যন্ত গোলের দেখা পায়নি কোনো গোলই।

তবে ফ্রান্সকে রুখে দিল বললে ভুল হবে অনেকটাই। কেননা পুরো সময়ে বল সমান প্রতিপক্ষের সঙ্গে প্রায় সমানতালে খেলতে থাকা তিউনিসয়াই আক্রমণ চালিয়েছে বেশি। দুই মিনিটের মধ্যেই বলও পাঠিয়েছিল ফ্রান্সর জালে। কিন্তু অফসাইডের কারণে সেটা গোল হয়নি।

আর ১৭তম মিনিটে বক্সের সামনে একাধিক ডিফেন্ডারের বাধার কারণে দলকে এগিয়ে নিতে পারেননি বেনসিলমান। ৩০ মিনিটে বেল সিলমানের হেড আটকে নেন ফরাসি গোলরক্ষক স্টিভ মানডানডা। আর ৪০তম মিনিটে ওয়াহবি খাজরির শট রুখে দেন ফরাসি গোলকিপার।

ফ্রান্স একাদশ: (ফরমেশন: ৪-৩-৩)

স্টিভেন মান্দানদা, ইব্রাহিম কৌনাতে, রাফায়েল ভারানে, এদুয়ার্দো কামাভিঙ্গা, এক্সেল দিসাসি, অরলিয়েন টিচৌয়ামেনি, জর্ডান ভেরেতৌত, ইউসুফ ফোফানা, রান্ডাল কোলো মুয়ানি, কিংসলে কোম্যান, মাতেও গুয়েন্দোউজি।

কোচ: দিদিয়ের দেশম।

তিউনিসিয়া একাদশ: (ফরমেশন: ৩-৪-২-১)

আইমেন দাহমেন, নাদের ঘান্দ্রি, মোন্তাসার তালবি, ইয়াসিন মেরিয়াহ, আইসা লাইদৌনি, এলিয়েস এসখিরি, আলি মালাউল, ওয়াজদি কেচরিদা, ওয়াহবি খাজরি, মোহামেদ আলি বেন রমদানে, আনিস বেন স্লিমানে।

কোচ: জালেল কাদরি

(ঢাকাটাইমস/৩০নভেম্বর/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :