আ.লীগ ধ্বংস করেছে বিএনপি মেরামত করবে: শামা ওবায়েদ

মাদারীপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৮ জানুয়ারি ২০২৩, ২১:৪৮

আওয়ামী লীগ টানা ১৪ বছর ক্ষমতায় থেকে রাষ্ট্রের প্রতিটি কাঠামো ধ্বংস করে দিয়েছি। তারা নিজেদের স্বার্থে নির্বাচন কমিশন ও দুর্নীতি দমন কমিশন ব্যবহার করছে। যে কারণে রাষ্ট্র ব্যবস্থা শেষ হয়ে যাচ্ছে। তাই বিএনপি রাষ্ট্রীয় কাঠামো মেরামতের ২৭ দফা রূপরেখা দিয়েছে বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। বলেন, আওয়ামী লীগ রাষ্ট্রের প্রতিটি কাঠামো ধ্বংস করেছে বিএনপি তা মেরামত করবে।

রবিবার বিকেলে মাদারীপুর জেলা বিএনপি আয়োজিত ১০ দফা ও রাষ্ট্র মেরামতের রূপরেখা সংক্রান্ত সুধী সমাবেশে এসব কথা বলেন তিনি।

শামা ওবায়েদ বলেন, দুদক ব্যবহার করা হচ্ছে বিরোধী দল ও মতকে দমন করতে। চারিদিকে তাকালে দেখা যায়, কেউ এখন আওয়ামী লীগের আক্রোশের বাইরে নেই। ধ্বংস থেকে দেশকে বাঁচাতে দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে বিএনপি ২৭ দফার রূপরেখা দিয়েছে। এই রূপরেখা হবে দেশের মানুষের মুক্তির রূপরেখা। সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্ট জহিরুল হক শাহাজাদা মিয়া। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন। সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহবায়ক অ্যাড. জাফর আলী মিয়া

সভা থেকে আগামী ১১ জানুয়ারি ফরিদপুর বিভাগীয় বিএনপির গণ অবরোধ কর্মসূচিতে সকল নেতাকর্মী উপস্থিত হওয়ার আহ্বান জানানো হয়।

(ঢাকাটাইমস/০৮জানুয়ারি/এসএম)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

ঐক্যবদ্ধ হয়ে আ.লীগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে: জামাল হায়দার

কখনো হাল ছাড়া যাবে না, বুকে বল নিয়ে চলতে হবে: নেতাকর্মীদের ফখরুল

গোটা বাংলাদেশ এখন কাঁটাতারের বেড়ায় আটকে আছে: রিজভী

বিএনপি নেতা আবু আশফাককে কারাগারে পাঠানোর ঘটনায় মহাসচিবের উদ্বেগ

ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে ১২ দলীয় জোটের শোক

শফিউল আলম প্রধানের ৭ম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার

ইশরাকের মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ

ঢাকা জেলা বিএনপির সভাপতি আবু আশফাকের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

খালেদা জিয়াকে মুক্ত করে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে: ফারুক

দেশের আর্থিক খাতে যেকোনো সময় ভয়ংকর ক্র্যাশ ল্যান্ডিং হতে পারে: রিজভী 

এই বিভাগের সব খবর

শিরোনাম :