কারাবন্দি বিএনপি নেতা সেলিমুজ্জামান সেলিমের বাসায় টুকু

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ জানুয়ারি ২০২৩, ২২:৫১

কারাগারে আটক বিএনপি নেতা সেলিমুজ্জামান সেলিমের পরিবারের খোঁজ খবর নিতে তার বাসায় গিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুসহ বিএনপি নেতারা।

শুক্রবার (১৩ জানুয়ারি) রাতে রাজধানীর ইস্কাটনে দলের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা সেলিমুজ্জামান সেলিমের বাসায় যান তারা। এ সময় পরিবারের সদস্যদের সাহস ও শান্তনা দেওয়ার পাশাপাশি সব বিষয়ে খোঁজখবর নেন দলটির সিনিয়র নেতারা।

ঢাকা বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে গত ৭ ডিসেম্বর নয়াপল্টনে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সঘর্ষের ঘটনা ঘটে। এসময়ে সেলিমুজ্জামান সেলিম দলীয় কার্যালয়ে অবস্থান করছিলেন। সংঘর্ষের পরে কার্যালয়ের ভেতর থেকে তাকেসহ অনেক সিনিয়র নেতাকে আটক করে পুলিশ।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর নেতৃত্বে এসময়ে আরো উপস্থিত ছিলেন দলের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, সহ-গণশিক্ষা সম্পাদক আনিসুর রহমান খোকন , রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশীদসহ আরো অনেকে।

এসময় ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বিএনপির চলমান শান্তিপূর্ণ আন্দোলনে ভীত হয়ে এই অবৈধ সরকার আরো বেপরোয়া ও ভয়ংকর হয়ে উঠছে। তবে যতই নির্যাতন করুক, মিথ্যা ও গায়েবি মামলা দিক, গ্রেপ্তার করুক এবার তাদের শেষ রক্ষা হবে না। শুধু বিএনপির নেতাকর্মী নয়, সারাদেশের জনগণ এবার রাস্তায় নেমে এসেছে। পতন হবেই এ সরকারের।

(ঢাকাটাইমস/১৩জানুয়ারি/জেবি/কেএম)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

বিএনপি নেতা আবু আশফাককে কারাগারে পাঠানোর ঘটনায় মহাসচিবের উদ্বেগ

ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে ১২ দলীয় জোটের শোক

শফিউল আলম প্রধানের ৭ম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার

ইশরাকের মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ

ঢাকা জেলা বিএনপির সভাপতি আবু আশফাকের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

খালেদা জিয়াকে মুক্ত করে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে: ফারুক

দেশের আর্থিক খাতে যেকোনো সময় ভয়ংকর ক্র্যাশ ল্যান্ডিং হতে পারে: রিজভী 

ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক

বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে অটোরিকশা বন্ধ অমানবিক: বাংলাদেশ ন্যাপ 

অটোরিকশাচালকদের ওপর সরকার স্টিম রোলার চালাচ্ছে: রিজভী 

এই বিভাগের সব খবর

শিরোনাম :