প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে হিরো আলম

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৬ জানুয়ারি ২০২৩, ১৫:১৭ | প্রকাশিত : ১৬ জানুয়ারি ২০২৩, ১৪:২২

মনোনয়নপত্র বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেছেন বগুড়া-৪ এবং বগুড়া-৬ আসনের স্বতন্ত্র মনোনয়ন প্রত্যাশী ইউটিউবার মো. আশরাফুল আলম ওরফে হিরো আলম।

সোমবার তিনি পৃথক রিট করেছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন তার আইনজীবী ইয়ারুল ইসলাম।

রিটে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), নির্বাচন কমিশনের সচিব, জেলা রিটার্নিং কর্মকর্তাসহ চার জনকে বিবাদী করা হয়েছে।

বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হতে পারে।

বগুড়া-৪ ও ৬ আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন হিরো আলম। কিন্তু ভোটার তালিকায় গরমিল থাকায় তার মনোনয়নপত্র প্রথমে জেলা রিটার্নিং কর্মকর্তা বাতিল করেন।

পরে নির্বাচন কমিশনে আপিলের পর সেটিও খারিজ করা হয়। এরপর তিনি হাইকোর্টের দ্বারস্থ হলেন।

(ঢাকাটাইমস/১৬জানুয়ারি/এসএন/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিনোদন এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :