ঢাবির কুয়েত মৈত্রী হলে আগুন, আতঙ্কে ছাত্রীরা

ঢাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ জানুয়ারি ২০২৩, ১৭:৩৭
অ- অ+

ঢাকা বিশ্বিবিদ্যালয়ের (ঢাবি) ছাত্রীদের আবাসিক হল ‘বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল’-এ আগুন লাগার ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রচুর ধোঁয়া তৈরি হলে আবাসিক হলটির ছাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, আগুন লাগার পর সিঁড়িতে ধোঁয়া ছিলো। নিচে নামা যাচ্ছিল না। অনেক ছাত্রী এসময় ছাদে অবস্থান নেন।

এদিকে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নিভিয়ে ফেলে। সিঁড়িতে থাকা বৈদ্যুতিক বোর্ড থেকেই আগুনের সূত্রাপাত বলে জানা গেছে।

এ বিষয়ে জানতে বাংলাদেশ কুয়েত মৈত্রী হলের প্রাধ্যক্ষের মুঠোফোনে চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী। তিনি ঢাকাটাইমসকে বলেন, ‘দুর্ঘটনাবশত সিঁড়ির নিচে থাকা কিছু অব্যবহৃত জিনিসপত্রে আগুন লেগে যায়। ফায়ার সার্ভিসের সহযোগিতায় দ্রুত আগুন নিভিয়ে ফেলা হয়েছে। শিক্ষার্থীরা সবাই নিরাপদে আছে। জানমালের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।’

(ঢাকাটাইমস/২৪জানুয়ারি/এসকে/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিয়ের জন্য চাপ দেওয়ায় নিজের গোপনাঙ্গ কেটে ফেললেন যুবক!
মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ঐক্যবদ্ধভাবে সবাইকে এগিয়ে যেতে হবে: আমিনুল হক 
লাশ নিয়ে যাওয়ার পথে প্রাণ গেল দুজনের
ক্ষমতাকে নিজেদের করে রাখতে নির্বাচনকে পেছানোর পাঁয়তারা করছে একটি দল: নীরব
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা