লিডসের সঙ্গে ইউনাইটেডের পয়েন্ট ভাগাভাগি

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:১৩

ইংলিশ প্রিমিয়ার লিগে বুধবার রাতে ঘরের মাঠে লিডস ইউনাইটেডের বিপক্ষে খেলতে নেমে হারতে বসেছিলো স্বাগতিক ম্যানচেস্টার ইউনাইটেড। শেষ পর্যন্ত কষ্টার্জিত ড্রয়ে পয়েন্ট ভাগাভাগি করল টেন হেগের শিষ্যরা। ইউনাইটেডর হয়ে একটি করে গোল করেন মার্কাস রাশফোর্ড। আর লিডসের হয়ে গোল করেন উইলফ্রিড জিনোটো। অন্যটি আত্মঘাতী।

এ ড্রয়ের পরও পয়েন্ট টেবিলের তিন নম্বরেই রইল ম্যানচেস্টার ইউনাইটেড। ২২ ম্যাচ শেষে তাদের সংগ্রহ ৪৩ পয়েন্ট। ২১ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে টেবিলের ১৬ নম্বরে রয়েছে লিডস। এদিকে ২০ ম্যাচে সর্বোচ্চ ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান আর্সেনালের। ২১ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে দুই রয়েছে ম্যানচেস্টার সিটি।

ওল্ড টাফোর্ডে অনুষ্ঠিত ম্যাচে বল দখল ও আক্রমণে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। পুরো ম্যাচের ৬৬ শতাংশ সময় নিজেদের অধীনে বল রাখে ইউনাইটেডের ফুটবলাররা। আর প্রতিপক্ষের গোলবার বরাবর মোট শট নিতে পেরেছে সাতটি।

অন্যদিকে পুরো ম্যাচে কেবল ৩৪ শতাংশ সময় নিজেদের নিয়ন্ত্রণে বল রাখতে পেরেছিলো লিডস ইউনাইটেডের ফুটবলাররা। আর স্বাগতিকদের গোলবার বরাবর মোট শট নিতে পেরেছে তিনটি।

ম্যাচ শুরুতেই গোল পেয়ে যায় সফররত লিডস ইউনাইটেড। প্রথম মিনিটেই উইলফ্রিড জিনোটোর গোলে এগিয়ে যায় সফরকারীরা। রাফায়েল ভারানের আত্মঘাতী গোলে দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ হয়। পরে মার্কোস রাশফোর্ড মৌসুমের ২০তম গোল করে ইউনাইটেডকে লড়াইয়ে ফেরার ইঙ্গিত দেন। ৭০ মিনিটে সানচোর গোলে সমতায় ফিরে স্বাগতিকরা।

(ঢাকাটাইমস/০৯ফেব্রুয়ারি/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :