পরনে জুব্বা, হাতে তলোয়ার নিয়ে স্টেডিয়ামে রোনালদো

ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে সৌদির আল নাসেরে নিজেকে ভালো-ভাবেই খাপ খাইয়ে নিয়েছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। শুধু ফুটবল মাঠেই নয়, আরব্য রীতিতেও মজেছেন এই তারকা ফুটবলার। পরনে জুব্বা-আলখেল্লা ও হাতে তলোয়ার নিয়ে সম্প্রতি ভাইরাল হয়েছেন সিআর সেভেন খ্যাত এই ফুটবলার।
২২ ফেব্রুয়ারি সৌদি আরবের প্রতিষ্ঠা দিবস। সেই উপলক্ষ্যে দেশটিতে তিন দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। সরকারি ছুটির দিনে আরবীয় বেশে নিজেদের সংস্কৃতি মেনে চলছেন দেশটির জনগণ। এবার তাদের সঙ্গ দিলেন ক্রিশ্চিয়ানো রোনালদোও। আর নতুন সংস্কৃতির নিয়ে মেতে উঠেছেন তিনি।
নেভি ব্লু ও সোনালি রংয়ের দাগলাহও পরেন রোনালদো। তার হাতে ছিল তলোয়ার। আর কাঁধে সৌদির জাতীয় পতাকা। নিজের অভিজ্ঞতাটা কেমন ছিল সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক টুইট বার্তায় জানান রোনালদো, ‘সৌদি আরবকে প্রতিষ্ঠা দিবসের অনেক শুভেচ্ছা। আল নাসেরে এই উদযাপনে থাকতে পারার অভিজ্ঞতা ছিল খুবই বিশেষ।’
(ঢাকাটাইমস/২৩ফেব্রুয়ারি/এমএম)

মন্তব্য করুন