শ্রীলঙ্কা টেস্ট দলে দুই নতুন মুখ

ক্রীড়া ডেস্ক
ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:০৮

দীর্ঘ চার বছর পর নিউজিল্যান্ড সফরে যাচ্ছে শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল। এই সফরে দুই দুই ম্যাচের একটি টেস্ট সিরিজ খেলবে লঙ্কানরা। আসন্ন এই দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৭ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট ক্রিকেট বোর্ড। নেতৃত্বে থাকবেন দিমুথ করুনারত্নে।

শ্রীলঙ্কা ক্রিকেটের এক বিবৃতিতে বলা হয়েছে দিমুথ করুনারত্নের নেতৃত্বে নিউজিল্যান্ড সফরে যাওয়া এই দলটিতে রয়েছে দুটি নতুন মুখ। তারা হলেন ২৩ বছর বয়সী উইকেটরক্ষক-ব্যাটার নিশান মাদুষ্কা ও ২৬ বছর বয়সী ডানহাতি পেসার মিলান রত্মানায়েকে। আগামী সোমবার নিউজিল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়বে লঙ্কান টেস্ট দল।

উল্লেখ্য, আগামী ৯-১৩ মার্চ ক্রাইস্টচার্চে প্রথম টেস্ট ও ১৭-২১ মার্চ ওয়েলিংটনে দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে।

শ্রীলঙ্কার ১৭ সদস্যের স্কোয়াড :

দিমুথ করুনারত্নে (অধিনায়ক), ওশাদা ফার্নান্দো, কুশাল মেন্ডিস, এ্যাঞ্জেলো ম্যাথুস, ধনঞ্জয়া ডি সিলভা, দিনেশ চান্ডিমাল, কামিন্দু মেন্ডিস, নিরোশান ডিকবেলা, নিশান মাদুষ্কা, রমেশ মেন্ডিস, প্রভাত জয়াসুরিয়া, চামিকা করুনারত্নে, কাসুন রাজিথা, লাহিরু কুমারা, আশিথা ফার্নান্দো, বিশ্ব ফার্নান্দো ও মিলান রত্নানায়েকে।

(ঢাকাটাইমস/২৫ফেব্রুয়ারি/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :