দৌড়াতে-দৌড়াতে রাস্তায় থেমে গেছে বিএনপি: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ মার্চ ২০২৩, ১৮:৫৯

আন্দোলনের নামে বিএনপির নেতারা দৌড়াতে-দৌড়াতে এখন রাস্তায় থেমে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেন, ‘সরকার পতনসহ একাধিক দাবি আদায়ে আন্দোলন করে যাচ্ছে বিএনপি। কিন্তু তাদের আন্দোলনের সামর্থ্য আর নেই।’

শনিবার বিকালে ময়মনসিংহ সার্কিট হাউসে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় এসব কথা বলেন তিনি।

ময়মনসিংহ বঙ্গবন্ধু ও আওয়ামী লীগের ঘাটি বলে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘আজকের এই জনসভায় আবারও প্রমাণ হলো ময়মনসিংহ বঙ্গবন্ধু ও আওয়ামী লীগের ঘাটি।’

বর্তমান সরকারের সময় দেশের মানুষ ভালো থাকলেও বিএনপি ভালো নেই বলে মন্তব্য করে আওয়ামী লীগের শীর্ষ এই নেতা বলেন, ‘আপনারা ভালো থাকলেও, দেশের মানুষ ভালো থাকলেও, বিএনপি ভালো নেই। ধানের শীষ হলো দেশে মানুষের পেটের বিষ।’

শেখ হাসিনার উন্নয়ন আর্জন দেখে বিএনপির অন্তরজ্বালা বেড়ে গেছে এমন মন্তব্য করে কাদের বলেন, ‘বিএনপির এখন আন্তরজ্বালায় মরছে। শেখ হাসিনার উন্নয়ন দেখে বিএনপির জ্বালা বেড়ে গেছে। বিএনপি অবাক হয় শেখ হাসিনা এতো উন্নয়ন কিভাবে করে। তাদের জ্বালা এতোই বেড়ে গেছে যে তারা এখন রাস্তায় দাড়িয়ে গেছে।’

ময়মনসিংহে দলের নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহব্বান জানিয়ে সাধারণ সম্পাদক বলেন, ‘ময়মনসিংহবাসী প্রস্তুত। আপনাদের প্রস্তুত থাকতে হবে। খেলা হবে, বিএনপির বিরুদ্ধে খেলা, দুর্নীতির বিরুদ্ধে খেলা, ভোট চুরির বিরুদ্ধে, আগুন সন্ত্রাসের বিরুদ্ধে খেলা হবে।

শেখ হাসিনা যখন ময়মনসিংহবাসীকে ডাক দেবেন তখন আপনদের আসতে হবে। বিএনপি এতো দিন আন্দোলনের নামে কতকিছুই দেখালো। তারা দৌড়াতে-দৌড়াতে এখন রাস্তায় দাড়িয়ে গেছে, এখন আর আন্দোলনের করার সামর্থ্য নেই। বিএনপি আন্দোলন করার ক্ষমতা কমে গেলেও মুখের ভাষার বিষ কমেনি।’

তিনি বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে এ দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। বিএনপির হাতে বাংলাদেশ ফিরিয়ে দেব না। আমাদের প্রাণ থাকতে মুক্তিযুদ্ধের চেতনাকে বিএনপির হাতে তুলে দিতে পারি না। তাদের হাতে ক্ষমতা গেলে মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করে দেবে।’

তিনি আরও বলেন, ‘আজ ৭৩ প্রকল্প উদ্ধোধন হয়েছে। এতো প্রকল্প এখাকার মানুষ আগে দেখেনি। শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই এটা সম্ভব হয়েছে।’

জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলমের সভাপতিত্বে বিভাগীয় জনসভায় এদিন ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর ও জামালপুরের নেতাকর্মীরা যোগ দেন। এসময় বক্তব্য দেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জাতীয় সংসদের উপনেতা বেগম মতিয়া চৌধুরী, সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, দীপু মনি, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলসহ স্থানীয় নেতাকর্মীরা।

(ঢাকাটাইমস/১১মার্চ/জেএ/এসএম)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :