আবারও হালুয়াঘাট পৌরসভার মেয়র হলেন খায়রুল

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ মার্চ ২০২৩, ২০:১৫

ময়মনসিংহের সীমান্তবর্তী উপজেলা হালুয়াঘাট পৌরসভায় দ্বিতীয়বারের মতো মেয়র হলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. খায়রুল আলম ভূঞা।

বৃহস্পতিবার রাতে রিটার্নিং কর্মকর্তা মো. সফিকুল ইসলাম তথ্য নিশ্চিত করেন।

খায়রুল আলম ১২১৩ ভোটের ব্যাবধানে নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বিএনপির নেতা আবদুল হামিদকে পরাজিত করেন। বৃহস্পতিবার পৌরসভার ৯টি ওয়ার্ডে ১০টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রথমবারের মতো ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দেন পৌরবাসী। এ বছর পৌর এলাকার ১৯ হাজার ৫৪ জন ভোটার রয়েছেন। এর মধ্যে হাজার ২৮৮ জন পুরুষ হাজার ৭৬৬ জন নারী ভোটার রয়েছেন।

শেষ পর্যন্ত ১০টি কেন্দ্রের ফল গণনা শেষে খায়রুল আলম নৌকা প্রতীক নিয়ে ৫৪১৪ ভোট পেয়েছেন। অপর দিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য হালুয়াঘাট সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল হামিদ মোবাইল প্রতীক নিয়ে পেয়েছেন ৪২০১ ভোট।

(ঢাকাটাইমস/১৬মার্চ/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :