লঞ্চ থেকে ঝাঁপিয়ে পড়া সেই যুবকের লাশ উদ্ধার

ব‌রিশাল ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ এপ্রিল ২০২৩, ১৬:৫০

বরিশাল থেকে ঢাকা যাওয়ার লঞ্চ থেকে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ নগরীর কালিবাড়ি রোডের বাসিন্দা যুবকের লাশ উদ্ধার হয়েছে।

সোমবার সকালে মেঘনা নদীতে জেলেদের জালে যুবকের লাশ উদ্ধার হয় বলে পুলিশ ও যুবকের স্বজনরা জানিয়েছেন।

শুক্রবার রাতে বরিশাল-ঢাকা রুটের এমভি শুভরাজ- ৯ লঞ্চে ঢাকা যাওয়ার পথে ঝাঁপ দিয়ে নিখোঁজ হন শেখ রেফাত মাহমুদ সাদ (২৭)।

সাদ নগরীর কালিবাড়ি রোডের ফ্লোরা ভিউর বাসিন্দা ঠিকাদার শেখ আসলাম মাহমুদের ছেলে।

লঞ্চের সিসিটিভি ক্যামেরার ফুটেজ থেকে দেখা গেছে, রাত দেড়টার দিকে লঞ্চ থেকে নদীতে ঝাঁপিয়ে পড়েছে সাদ।

ব‌রিশাল কোতয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) আমানুল্লাহ আল বারী জানান, সকালে মেঘনা নদীতে লাশ পেয়েছে।

সাদের মামা সাগরউদ্দিন মন্টি জানান, মেঘনা নদীতে জেলেদের জালে লাশ উঠে। পকেটে পাওয়া মোবাইল ফোন থেকে সিম বের করে জেলেরা তার বাবার ফোনে কল করে বিষয়টি জানিয়েছেন। সকাল আটটার দিকে তারা গিয়ে লাশ উদ্ধার করেছেন।

মন্টি আরো জানান, নদীতে ঝাঁপ দেয়ার আধা ঘণ্টা পূর্বে প্রেমিকার সাথে ঝগড়া হয়েছে। চাকরি নিয়ে অসন্তুষ্ট ছিল সে। তাই অভিমানে লঞ্চ থেকে নদীতে ঝাঁপ দিয়েছে বলে ধারণা করছেন যুবকের মামা মন্টি।

তার বাবা শেখ আসলাম মাহমুদ বলেন, বিএম কলেজ থেকে হিসাব বিজ্ঞান বিভাগে মাস্টার্স করেছে। আবুল খায়ের গ্রুপ অব কোম্পানিতে তার নিয়োগ হয়েছে। শনিবার সেখানে যোগদানের কথা ছিল। চাকরিতে যোগদান করতে শুক্রবার বরিশাল থেকে শুভরাজ-৯ লঞ্চে ঢাকা রওনা হয়।

শেখ আসলাম মাহমুদ বলেন, আমার ছেলে বলে বলছি না সাদ খুব ভাল ছেলে ছিল। নম্র, ভদ্র ও ধার্মিক ছিল। সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ত ও রোজা রাখত। তার মধ্যে কখনো অস্বাভাবিকতা দেখিনি। যাওয়ার সময় আমার ও তার মায়ের কাছ থেকে দোয়া নিয়েছে। তার হাতে ও মায়ের কপালে চুমু দিয়েছে। যাওয়ার সময় আরো বলেছে, ঢাকা গিয়ে যদি টাকার প্রয়োজন হলে পাঠিয়ে দিও। আমিও তাকে বলেছি, তুমি জানালে পাঠিয়ে দেব। কেন, কি হলো আমি বুঝতে পারছি না।

প্রতিবেদককের কাছে আসা লঞ্চের সিসি টিভি ফুটেজ থেকে দেখা গেছে, শুক্রবার রাত ১টা ১৬ মিনিটে লঞ্চের দ্বিতীয় তলার কেবিনে পাশে রেলিং ধরে নদীর দিকে তাকিয়ে রয়েছে। লঞ্চ থেকে নিচে তাকিয়ে দেখেছে। রাত ১ টা ৩৩ মিনিটে রেলিংয়ের উপর উঠে ঝাঁপ দিতে গিয়ে থেমে যায়। এক পা রেলিংয়ের বাইরে দিয়ে কিছু সময় দাঁড়িয়ে ছিল। পাশে আরো দুজন যাত্রী থাকলেও তারা বিষয়টি খেয়াল করেনি। মিনিটখানেক সময় দাঁড়িয়ে থাকার পর নদীতে ঝাঁপ দিয়েছে সাদ।

(ঢাকাটাইমস/১০এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফরিদপুরে রিকশা চালকদের মাঝে ছাতা-পানি বিতরণ জেলা প্রশাসনের

এক জমি পরিষ্কারের আগুনে পুড়ল আরও ২৫ বিঘার ভুট্টা

জানাজায় গিয়ে আইফোন হারালেন ধর্মমন্ত্রী

উপজেলা নির্বাচন: নোয়াখালীর সুবর্ণচরে প্রতিপক্ষের কর্মীকে পিটিয়ে জখম করলেন চেয়ারম্যান

ইসলামপুরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা চেয়ারম্যান হলেন আ. লীগের সালাম

মাছের সঙ্গে এ কেমন শত্রুতা

পাথরঘাটায় সাংবাদিকদের নামে সাইবার মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন 

চুয়াডাঙ্গায় ৬ বছরের শিশু ধর্ষণ মামলায় বৃদ্ধ গ্রেপ্তার

তীব্র গরমে ধান কাটতে গিয়ে কৃষকের মৃত্যু

শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে কাঁদলেন র‌্যাব কর্মকর্তা

এই বিভাগের সব খবর

শিরোনাম :