বরিশালে স্কুলের শ্রেণিকক্ষে বিয়ের স্টেজ

বরিশাল ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ মে ২০২৩, ১৫:৪৯

বরিশাল নগরীর একটি স্কুলের শ্রেণিকক্ষ দখল করে চলছে বিয়ের আয়োজন, অন্যকক্ষে চলছে স্কুলের পাঠদানও। রান্নাবান্না, সাজসজ্জা থেকে শুরু করে সাউন্ড সিস্টেম সবই চলছে গত দুইদিন যাবত। তবে এতে ব্যাহত হচ্ছে পাঠদান।

একটি স্কুলের শ্রেণিকক্ষ দখল করে বিয়ে অনুষ্ঠানের ঘটনা গত দুদিন যাবত এলাকায় আলোচনার সৃষ্টি হয়েছে।

ঘটনাটি বরিশাল নগরের ২০ নম্বর ওয়ার্ডের নতুনবাজার এলাকায় মথুরানাথ পাবলিক স্কুলে। গত দুদিন যাবত বিবাহের আয়োজন চললেও বিয়ের মূল পর্ব (১১মে) বৃহস্পতিবার রাতে।

স্কুলের প্রধান শিক্ষক জাকির হোসেন বলেন, আমাদের স্কুলের প্রাক্তন ছাত্রী, স্কুল কমিটির সভাপতি ও স্থানীয় কাউন্সিলর গাজী নঈমুল হাসান লিটু বিয়ের অনুষ্ঠানের অনুমতি দিয়েছেন।

খোঁজখবর নিয়ে যানা যায়, স্কুল সংলগ্ন মালা রানীর মেয়ের বিয়ে, তাই স্থানীয় কাউন্সিলরের পারমিশন নিয়েই গত দুইদিন ধরে চলছে বিয়ের এই আয়োজন।

মথুরানাথ পাবলিক স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি নাজমুল হোসেন আকাশ বলেন, সে আমাদের প্রাক্তন ছাত্রী, এছাড়া সে গরিব, তাই স্কুলে বিয়ের অনুষ্ঠানের পারমিশন দেয়া হয়েছে।

এ বিষয় বরিশাল জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, স্কুলে বিয়ের অনুষ্ঠান এটা নিয়মবহির্ভূত আমি খোঁজখবর নিয়ে ব্যবস্থা নিচ্ছি।

(ঢাকাটাইমস/১১মে/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :