মাদারীপুরে পানিতে ডুবে আইএইচটি শিক্ষার্থী নি‌খোঁজ

মাদারীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ মে ২০২৩, ২২:০৫
অ- অ+

মাদারীপুরে আড়িয়াল খাঁ নদীতে গোসলে নেমে মোনায়েম ইসলাম শুভ্র (১৯) নামে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির এক শিক্ষার্থী নিখোঁজ রয়েছেন।

বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার কুলপদ্দি এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ শিক্ষার্থী মোনায়েম ইসলাম শুভ্র মাদারীপুর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির রেডিওগ্ৰাফি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তার দেশের বাড়ি রাজশাহী জেলায়।

ফায়ার সার্ভিস ও সহপাঠীরা জানায়, মোনায়েম ইসলাম শুভ্র দুপুরে বন্ধু তিতাস রায়, তাছিন, বিপ্লব ও সাঈদের সঙ্গে কুলপদ্দির এলাকার আড়িয়াল খাঁ নদীতে গোসল করতে যায়। গোসল করার এক পর্যায়ে সাতার না জানায় পানিতে ডুবে যায় মোনায়েম। পরে বন্ধু ও স্থানীয়রা খোঁজাখুঁজির চেষ্টা করেও কোনো খোঁজ পায়নি। পরে তারা ফায়ার সার্ভিসের খবর দিলে ফায়ার সার্ভিস এসে উদ্ধার কাজ শুরু করে।

মাদারীপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা নূর মোহাম্মদ বলেন, 'আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসি। আমাদের ৬ সদস্যের একটি ডুবুরি দল উদ্ধার কাজ শুরু করে। তবে তাকে খুঁজে পাওয়া যায়নি। তাছাড়া রাত হওয়ার আমাদের উদ্ধার কাজ বন্ধ রাখতে হয়েছে, আগামীকাল আবার উদ্ধার কাজ শুরু হবে।'

এ বিষয়ে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, 'খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বন্ধুদের সঙ্গে গোসল করার সময়ে সাতার না জানায় ওই শিক্ষার্থী পানিতে ডুবে নিখোঁজ হয়েছে বলে জানতে পেরেছি। এখন পর্যন্ত তাকে খুঁজে পাওয়া সম্ভব হয়নি।'

(ঢাকাটাইমস/১১মে/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জমি নিয়ে বিরোধে ছাত্রলীগ নেতাদের হামলায় যুবদল নেতাসহ আহত ৫
চাটমোহরে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ ও অবস্থান
কাশ্মীরে হামলার ঘটনায় শোক জানিয়ে মোদিকে বার্তা ড. ইউনূসের
প্রাইমএশিয়ার শিক্ষার্থী পারভেজ হত্যা মামলার প্রধান আসামি মেহেরাজ গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা