নতুন টুইটার বস নিয়োগ করেছেন ইলন মাস্ক

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১২ মে ২০২৩, ১২:৩৫ | প্রকাশিত : ১২ মে ২০২৩, ১২:২৬

টুইটারের নেতৃত্ব দেওয়ার জন্য নতুন প্রধান নির্বাহী পেয়েছেন ইলন মাস্ক।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে খবরটি ঘোষণা করেন গত বছর বিলিয়ন ডলার দিয়ে টুইটার কিনে নেওয়া মাস্ক। খবর বিবিসির।

ইলন মাস্ক নতুন প্রধান নির্বাহীর নাম না বললেও এটা বলেছেন, ‘তিনি ছয় সপ্তাহের মধ্যে শুরু করবেন। তিনি নির্বাহী চেয়ারম্যান এবং প্রধান প্রযুক্তি কর্মকর্তা হবেন।’

নতুন টুইটার বস একজন নারী- এটাও জানা গেছে ইলন মাস্কের টুইটে।

মাস্ক কোম্পানির নেতৃত্ব দেওয়ার জন্য এবং তার অন্যান্য ব্যবসায় ফোকাস করার জন্য অন্য কারো নাম দেওয়ার বিষয়ে চাপে রয়েছেন।

গত বছর টুইটার ব্যবহারকারীরা অনলাইনে তাকে পদত্যাগ করার জন্য ভোট দেওয়ার পরে তিনি বলেছিলেন, কেউ এমন চাকরি চায় না যে আসলে টুইটারকে বাঁচিয়ে রাখতে পারে।’

যাইহোক, যদিও মাস্ক বলেছিলেন যে তিনি লাগাম হস্তান্তর করবেন, তবে এটি কখন হবে বা হবে কিনা তা কোনোভাবেই স্পষ্ট নয়।

সোশ্যাল মিডিয়া জায়ান্ট টুইটার কিনে নেওয়ার পর থেকে একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছেন প্রযুক্তি প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। এমনকি মাইক্রোব্লগিং এই প্ল্যাটফর্মে নানা পরিবর্তনও এনেছেন।

(ঢাকাটাইমস/১২মে/এফএ)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :