একেবারে তৃণমূলে পড়ে থাকা মানুষটাকে টেনে তুলে সামনে আনতে হবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৫ মে ২০২৩, ১৪:৩৫ | প্রকাশিত : ১৫ মে ২০২৩, ১৩:৩৬

যে মানুষটা একেবারে তৃণমূলে পড়ে আছে তাকে আগে টেনে তুলে সামনে নিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার রাজধানীর শাহবাগে বিসিএস প্রশাসন একাডেমিতে চলমান ১২৭, ১২৮ এবং ১২৯তম আইন ও প্রশাসন কোর্সের সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

দেশের একটি মানুষও যেন ভূমিহীন না থাকে সেদিকে সজাগ দৃষ্টি দেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘একটা ঘর তৈরি শুধু ঘর নয়, ঘরের সঙ্গে বহু মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। একটা মানুষ একটা ঘর পাওয়ার পর তার মুখের হাসিটা এবং তার ভেতরের যে আত্মবিশ্বাসটা জেগে ওঠে, আর সেই সঙ্গে সে তো কিছু না কিছু উৎপাদন করছে, যে উৎপাদনটা আমাদের জাতীয় উৎপাদনের সঙ্গে সম্পৃক্ত হচ্ছে।’

এই কাজের সঙ্গে সম্পৃক্ত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। বলেন, ‘এই জিনিসটা যেন অব্যাহত থাকে, কোনো মানুষ যেন ভূমিহীন না থাকে, একটা পরিবারও যেন ভূমিহীন না থাকে।’

‘যারা থাকবে তাদেরকে জমি যেখানে পাওয়া না যাবে সেখানে জমি কিনে দিতে হবে’-বলেন শেখ হাসিনা। তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের থেকে ৫ কোটি টাকা দিয়ে ফান্ড তৈরি করে, আমরা অনেক অনুদানও পেয়েছি, আর সেখান থেকে টাকা দিয়ে আমরা জমি কিনে দিচ্ছি। এই দেশের একটি মানুষও ভূমিহীন থাকবে না।’

‘মানুষের কাজের সুযোগ যেন সৃষ্টি হয় সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বলেন, ‘স্মার্ট বাংলাদেশ গড়তে হলে ডিজিটাল শিক্ষা ডিজিটাল কাজের ব্যবস্থা যেন হয় সেদিকে বিশেষভাবে দৃষ্টি দেবেন’- বলেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, ‘যে মানুষটা একেবারে তৃণমূলে পড়ে আছে তাকে আগে আমাদের টেনে তুলতে হবে। তাকেই সামনে নিয়ে আসতে হবে। তার জীবনটা উন্নত করে অর্থবহ করে দিতে হবে।

তিনি বলেন, ‘সাধারণ মানুষ যেন ন্যায় বিচার পায় সেদিকে সজাগ দৃষ্টি দিতে হবে।’

বিশ্বব্যাপী মন্দার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমাদের সবাইকে খরচ কমিয়ে কৃচ্ছ্রতা সাধন করতে হবে। সবসময় সততার সঙ্গে চলতে হবে। আত্ম বিশ্বাস নিয়ে চলতে হবে। দেশকে ভালোবাসতে হবে। দেশের মানুষকে ভালোবাসতে হবে।’

‘সবার মুখে হাসি ফুটিয়ে দেশের মানুষকে একটা সুন্দর জীবন দেবো-এটাই আমি চাই’ বলেন শেখ হাসিনা।

(ঢাকাটাইমস/১৫মে/কেআর/এফএ)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

সাবেক সেনাপ্রধান আজিজ ও তার পরিবারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

ঢাকাসহ ১২ অঞ্চলে সর্বোচ্চ ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা

দ্বিতীয় ধাপে ১৫৬ উপজেলায় ভোটগ্রহণ শুরু

রাত পোহালে ভোট, ১৫৭ উপজেলায় চেয়ারম্যান পদে লড়ছেন ৬০৩ জন

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রশংসায় জাতিসংঘের আবাসিক প্রতিনিধি

কিরগিজস্তানে ভালো আছেন বাংলাদেশি শিক্ষার্থীরা: পররাষ্ট্রমন্ত্রী

বিদেশে গিয়ে কাগজপত্র সত্যায়নের ঝামেলা আর থাকছে না: পররাষ্ট্রমন্ত্রী

আসছে বঙ্গবন্ধু শান্তি পদক, মূল্যমান ১ লাখ মার্কিন ডলার

তিন বিভাগে ১-২ ডিগ্রি তাপমাত্রা কমার আভাস, সাগরে লঘুচাপের শঙ্কা

সিইসির মাসিক বেতন ১ লাখ ৫ হাজার, অন্যদের যা নির্ধারিত হলো

এই বিভাগের সব খবর

শিরোনাম :