বাফুফেতে পদত্যাগপত্র পাঠিয়েছেন ছোটন

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ মে ২০২৩, ১৭:১৯| আপডেট : ২৯ মে ২০২৩, ১৭:৩৮
অ- অ+

বাংলাদেশ ফুটবল ফেডারেশনে এসে পদত্যাগপত্র জমা দেওয়ার কথা থাকলেও সশরীরে গেলেন না কোচ গোলাম রব্বানী ছোটন। পদত্যাগ পত্র বাফুতেতে পাঠিয়ে দিয়েছেন তিনি। ই-মেইলের মাধ্যমে পদত্যাগ পত্র প্রদানের বিষয়টি ছোটন নিজেই নিশ্চিত করেছেন।

হুট করেই জাতীয় দল থেকে নিজের পদত্যাগ সম্পর্কে ছোটন বলেন, ‘মনে হচ্ছিল আর দেরি করা ঠিক হবে না। তাই বিএসপিএ’র অনুষ্ঠান শেষে রাতের মধ্যেই বাফুফের কাছে মেইলের মাধ্যমে নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছি। আসলে আমি আর থাকতে চাইছি না। অনেক দিন তো হলো।’

বাফুফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার ও মাহফুজা আক্তার কিরণ ছোটনের পদত্যাগপত্রের মেইল পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

(ঢাকাটাইমস/২৯মে/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা