রূপগঞ্জে পুলিশের ওপর হামলা, ‘শীর্ষ সন্ত্রাসী’ মোশা র‌্যাবের হাতে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ৩১ মে ২০২৩, ২২:৪৬ | প্রকাশিত : ৩১ মে ২০২৩, ২২:০৫

হত্যাসহ ৩৪ মামলার শীর্ষ সন্ত্রাসী মোশা বাহিনীর প্রধান মোশারফ হোসেন মোশাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার সন্ধ্যায় কুড়িগ্রামের ভুরুংগমারী থেকে সহযোগীসহ তাকে গ্রেপ্তার করে র‍্যাব।

একইদিন রাতে এলিট ফোর্সটির মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন ঢাকা টাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সম্প্রতি নারায়ণগঞ্জের রুপগঞ্জে গ্রামবাসী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর হামলা এবং গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে সরাসরি নেতৃত্ব দেন মোশা। এই ঘটনায় পৃথক দুটি মামলা হয়। এরপর থেকে দুর্ধর্ষ এই সন্ত্রাসী এলাকা থেকে পালিয়ে যায়। আজ র্যাবের অভিযানে সহযোগীসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবিষয়ে বৃহস্পতিবার বিস্তারিত জানানো সম্ভব হবে।'

রূপগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) আমিনুর রহমান জানান, ২৬ মে মোশারফ হোসেন মোশার হুকুমে ও নেতৃত্বে ৭০-৮০ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র আগ্নেয়াস্ত্র, শটগান, ইটপাকেলসহ পুলিশের সরকারি কাজে বাধা দান, পুলিশের অতর্কিত আক্রমণ করে ককটেল ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করেন। এ সময় নিজেদের জানমাল রক্ষার্থে পুলিশ সদস্যরা ২২ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

জানা গেছে, পিস্তল, ককটেল, লোহার রড, চাপাতি, রামদা, ছেনদাসহ ইত্যাদি অস্ত্রশস্ত্র সহকারে নিরীহ গ্রামবাসীকে ঘেরাও করে এবং ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন মোশারফ হোসেন মোশাসহ তার বাহিনীর সদস্যরা। আর চাঁদার টাকা না পেয়ে নিরীহ গ্রামবাসীর ওপর অতর্কিত হামলার ঘটনায় স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলাম নামের এক ব্যক্তি বাদী হয়ে হত্যাসহ ৩৪ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী মোশারফ মোশাকে প্রধান আসামি করে মোশা বাহিনীর ৩৭ জনকে নামীয় ও অজ্ঞাত নামা ৬০ থেকে ৭০ জনকে আসামি করে অপর মামলাটি দায়ের করে।

পুলিশ এই কর্মকর্তা বলেন, এর আগে ২৫ মে বেলা ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া এলাকায় এ তাণ্ডব চালায় মোশা বাহিনী।

ঢাকাটাইমস/৩১মে/এসএস/ইএস

সংবাদটি শেয়ার করুন

অপরাধ ও দুর্নীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অপরাধ ও দুর্নীতি এর সর্বশেষ

আন্তর্জাতিক শিশু পর্নোগ্রাফি চক্রের মূলহোতা গ্রেপ্তার, বিপুল কনটেন্ট জব্দ

এফডিসিতে সাংবাদিকদের উপর হামলা: ১১ সদস্যের তদন্ত কমিটি

স্ত্রীসহ নিজেকে নির্দোষ দাবি করে ডিবিতে যা বলেছেন কারিগরি বোর্ডের চেয়ারম্যান

শেরপুরের ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার

খেলনার প্যাকেটে আমেরিকা থেকে এসেছে কোটি টাকার গাঁজার চকলেট-কেক

সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানে দুদক

উপবৃত্তির টাকা দেওয়ার নামে প্রতারণা, গ্রেপ্তার ৮

সনদ জালিয়াতি: কারিগরি বোর্ডের ওএসডি চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে ডিবি

বুথ ভেঙে নিরাপত্তাকর্মীকে হত্যা, বেরিয়ে এল রহস্য

জাল সার্টিফিকেট: প্রয়োজনে কারিগরি বোর্ডের চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদ করবে ডিবি

এই বিভাগের সব খবর

শিরোনাম :