রাষ্ট্রদ্রোহসহ খালেদা জিয়ার ১১ মামলার অভিযোগ গঠন শুনানি ১৬ জুলাই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ১৫ জুন ২০২৩, ১৪:১১ | প্রকাশিত : ১৫ জুন ২০২৩, ১৩:৪২

রাষ্ট্রদ্রোহসহ ১১ মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ১৬ জুলাই দিন ধার্য করেছেন আদালত। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আসাদুজ্জামান বৃহস্পতিবার শুনানি মুলতবি করে নতুন তারিখ ধার্য করেন।

সংশ্লিষ্ট আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার এসব মামলায় খালেদা জিয়ার হাজিরার দিন ধার্য ছিল। অসুস্থতাজনিত কারণে তিনি আদালতে উপস্থিত হতে পারেননি। ফলে তার আইনজীবী সময়ের আবেদন করেন। আবেদন মঞ্জুর করে নতুন দিন ধার্য করেন।

আরও পড়ুন>>খালেদা জিয়ার বিষয়টি অভ্যন্তরীণ, কোনো রাষ্ট্রের হস্তক্ষেপ যুক্তিসঙ্গত নয়: ওবায়দুল কাদের

আরও পড়ুন>>লবিস্ট নিয়োগ দিয়ে নির্বাচন বানচালের ষড়যন্ত্রে বিএনপি: ওবায়দুল কাদের

১১ মামলার মধ্যে ১০টি ২০১৫ সালে অগ্নিসংযোগের ঘটনায় করা হয়েছিল। এর মধ্যে রাজধানীর দারুস সালাম থানায় করা নাশকতার অভিযোগ এনে আটটি আর একই অভিযোগে যাত্রাবাড়ী থানার দুটি মামলা।

অন্য মামলাটি মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের শহীদদের সম্পর্কে রাষ্ট্রদ্রোহী মন্তব্য করার অভিযোগে ২০১৬ সালের ২৫ জানুয়ারি আদালতে দায়ের করা হয়েছিল।

খালেদা জিয়ার বিরুদ্ধে গ্যাটকো, নাইকো এবং বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতির তিনটি মামলাও এখন ঢাকার অন্য তিনটি বিশেষ আদালতে বিচারাধীন। এছাড়া দ্বিতীয় অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতে বিচারাধীন আরও দুটি মামলা।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় সাজা হলে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাজীবন শুরু হয় খালেদা জিয়ার। পরে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায়ও তার সাজার রায় হয়।

২০২০ সালে দেশে মহামারি করোনাভাইরাস প্রকোপের মধ্যে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে সরকার নির্বাহী আদেশে খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে দুটি শর্তে ছয় মাসের মুক্তি দেয়। শর্ত দুটি হচ্ছে, খালেদা জিয়া বাসায় থেকে চিকিৎসা নেবেন দ্বিতীয়ত বিদেশ যেতে পারবেন না।

২০২০ সালের ২৫ মার্চ কারাগার থেকে মুক্ত হন খালেদা জিয়া। এরপর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ৬ দফায় ৬ মাস করে তার সাজা স্থগিতের মেয়াদ বাড়ায় সরকার।

উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। তাকে বিদেশে চিকিৎসার দাবি জানিয়ে আসছে বিএনপি। খালেদা জিয়া বর্তমানে ঢাকার গুলশানের বাসায় রয়েছেন। হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় সম্প্রতি সাবেক এ প্রধানমন্ত্রীকে চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

(ঢাকাটাইমস/১৫জুন/ডিএম)

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

জি কে শামীমের জামিন ঘিরে আবারও প্রতারণা, এক সপ্তাহ নিষিদ্ধ আইনজীবী 

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিবের বিরুদ্ধে মামলা

ধর্ষণ মামলায় মুশতাক-ফাওজিয়ার স্থায়ী জামিন

ওষুধের মূল্যবৃদ্ধি বন্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ হাইকোর্টের

টিপু-প্রীতি হত্যাকাণ্ড: আওয়ামী লীগ নেতা আশরাফসহ ৩৩ জনের বিচার শুরু

বিডিনিউজ সম্পাদক খালিদীর বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল দুদকের

পরীমনির আবেদনে পেছাল মাদক মামলার সাক্ষ্যগ্রহণ

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা: পিনাকী ভট্টাচার্যকে অভিযুক্ত করে চার্জশিট, মুশফিককে অব্যাহতি

আগামী সপ্তাহ থেকে আপিল বিভাগে দুই বেঞ্চে বিচারকাজ চলবে

শপথ নিলেন আপিল বিভাগের নতুন তিন বিচারপতি

এই বিভাগের সব খবর

শিরোনাম :