মে দিবসের দায়ভার 

নেয়ামত ভূঁইয়া
 | প্রকাশিত : ০১ মে ২০২৪, ১২:৩৬

আমার দুচোখ থেকে আজ শুধু অবিরাম

অশ্রুর প্রবাহ গড়ায়,

আকাশকে বলেছি তাই, আজ যেন তার মেঘ

বৃষ্টির ফোঁটা না ঝরায়।

পৃথিবীর আছে যত কান্না,

আজ আমি একা সব কাঁদব,

বেহাগের যত সুর সাধনা,

আজ আমি একা সব সাধব।

পৃথিবীর আজ যত আছে শোক,

একা সেই শোকে হব শোকাতুর,

বিলাপের আছে যত মর্সিয়া,

আমি একা গেয়ে যাব সেই সুর।

মাতমের যত আছে সারগাম,

আমি আজ একা সুরে বাঁধব,

বুকভাঙা বেদনার বয়ে ভার

মাতঙ্গি মাতমে মাতব।

পৃথিবীর আছে যত জঞ্জাল

আজ আমি একা সব সরাব,

বিভেদের বিষ তুলে আমি একা

ভাইদের বুকে বুক জড়াব।

পৃথিবীতে শ্রমিকের যত শ্রম

কসরতে একা আমি ঘামাব,

বিষাদের শিলাচাপা বুক থেকে

আমি একা সে পাথর নামাব।

মানুষের কষ্টের তালিকার

সব দায় আমি একা মেটাব,

আর যদি হয়ে যাই নিষ্ফল

প্রাণপাতে ধুলোতেই লুটাব।

সংবাদটি শেয়ার করুন

ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :