তীব্র দাবদাহে বিপাকে মৎস্য খামারিরা, বড়সড় ক্ষতির আশংকা

সাখাওয়াত হোসেন সুমন, ভালুকা (ময়মনসিংহ)
 | প্রকাশিত : ০১ মে ২০২৪, ১২:৩৭

ময়মনসিংহের ভালুকায় কয়েক মাস যাবৎ বৃষ্টি না হওয়া ও তীব্র তাপদাহে ক্ষতির মুখে পড়েছেন মৎস্য খামারি ও হ্যাচারির মালিকরা। টানা কয়েক মাস বৃষ্টি না হওয়ার কারণে হ্যাচারি ও খামারগুলোতে পানি কমে গেছে। পানি কমার কারণে গ্যাস জমে গেছে।

আর তীব্র তাপদাহের কারণে মাছগুলোকে খাওয়ানো যাচ্ছে না খাবার। ফলে মাছ বড় হচ্ছে না বলে জানান মৎস্যচাষীরা। তীব্র দাবদাহের মাঝে বিদ্যুৎতের মাত্রাধিক লোডশেডিং যেন মরার ওপর খাঁরার ঘা!

মৎস্য খামারে কৃত্রিমভাবে পানিও দেওয়া যাচ্ছে না বিদ্যুতের অভাবে। তাছাড়া পানির স্তর নিচে নেমে যাওয়ার কারণে মোটর থেকেও পানি উঠছে না ঠিকমতো।

উপজেলা মৎস্য অফিসের তথ্যমতে ভালুকায় ৭৩২টি বানিজ্যিক মৎস্য খামারসহ ছোট বড় প্রায় ১০ হাজার মৎস্য খামার রয়েছে। প্রতি বছর প্রায় ৭০ হাজার মেট্টিক টন মাছ উৎপাদন হয় এ উপজেলায়।

মৎস্যচাষী আপন সিকদার বলেন, ‘তীব্র গরমে খামারের পানি কমে গেছে। মাছগুলোকে খাবার খাওয়ানো যাচ্ছে না। ফলে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হওয়ার আশংকা করছি।’

আরেক মৎস্যচাষী মিজান মন্ডল বলেন, ‘তীব্র তাপপ্রবাহে হ্যাচারিতে মাছের রেনু ফোটানো যাচ্ছে না। ফলে আমরা বড়সড় ক্ষতির সম্মুখীন হচ্ছি। আমরা সরকার ও মৎস্য অফিসের সহযোগিতা চাই।’

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. সাইদুর রহমান বলেন, ‘তাপমাত্রা বেড়ে যাওয়ায় পানিতে অক্সিজেন কমে যায় এতে মাছ মরে যাচ্ছে। আমরা মৎস্য অফিস থেকে চাষীদের বিভিন্ন পরামর্শ দিয়ে যাচ্ছি। যাতে এ সংকট মোকাবিলা করা যায়।’

(ঢাকাটাইমস/০১মে/এসআইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :