কেএনএফ চৈক্ষ্যংপাড়া ক্যাম্প বিজিবির দখলে, সীমান্তে ৫ বিওপি করবে বিজিবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ১৫ জুন ২০২৩, ২২:০৯ | প্রকাশিত : ১৫ জুন ২০২৩, ২২:০৮

বান্দরবানের দুর্গম পাহাড়ে সন্ত্রাসী গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) চৈক্ষ্যংপাড়া ক্যাম্প দখল করে নিয়েছে বিজিবি। এখান থেকে বিপুল গোলাবারুদ ও অস্ত্র জব্দ করা হয়েছে। দুর্গম পাহাড়ি সীমান্তের একটি বড় জায়গা জুড়ে পাঁচটি বিওপি (বর্ডার অবজারভেশন পোস্ট) স্থাপন করবে বিজিবি। এতে পাহাড়ি সীমান্ত সুরক্ষিত থাকবে।

বৃহস্পতিবার দুপুরে বিজিবি সদরদপ্তরে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৫৩তম সীমান্ত সম্মেলন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এক প্রশ্নের জবাবে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান এ তথ্য জানান। তিনি বলেন, পাহাড়ি সীমান্তে বিজিবির কোনো বিওপি নেয়। এজন্য সেসব এলাকা দিয়ে উগ্রবাদী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সদস্যরা নির্বিঘ্নে যাতায়াত করতে পারে। কেএনএফ অন্যত্র চলে যাওয়ার পর তারা যেন সীমান্ত এলাকা দিয়ে ফিরে না আসে এ জন্য বিজিবি পাঁচটি বিওপি স্থাপন করবে।

মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান বলেন, 'পাহাড় থেকে কেএনএফমুক্ত হওয়ার পরে ওই জায়গা কীভাবে রক্ষিত হবে তা অপারেশন পরিকল্পনা করেছি। পাশাপাশি যেসব এলাকা দুর্গম, সেসব এলাকায় বিজিবির বিওপি ছিল না। চৈক্ষ্যংপাড়া থেকে দোপানিছড়া পর্যন্ত বিজিবির পাঁচটি বিওপি করার পরিকল্পনা করেছি। ইতোমধ্যে আমরা চৈক্ষ্যংপাড়া কেএনএফমুক্ত করেছি। বর্তমানে বিজিবি সেখানে অবস্থান করছে। পরবর্তীতে অরক্ষিত যে জায়গাগুলোগুলো আছে সেগুলো যেন যথাযথভাবে সুরক্ষা করা সম্ভব হয়।' দেশের সীমান্ত এলাকা দিয়ে কোনো কুকি-চিন প্রবেশ কিংবা বাইরে যেতে না পারে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে বিজিবি_ যোগ করেন মেজর জেনারেল নাজমুল হাসান।

কেএনএফ প্রধান নাথান বমকে ভারত থেকে ফিরিয়ে দেওয়ার এক প্রশ্নের জবাবে বিজিবি মহাপরিচালক বলেন, ‘এটি সরকারের উচ্চ পর্যায় থেকে আলোচনার বিষয়। নাথান বমের হস্তান্তরের বিষয়ে কোনো আলোচনা হয়নি বিএসএফের সঙ্গে।’

কেএনএফ যে অস্ত্র ব্যবহার করছে তা ভারত কিংবা মিয়ানমার থেকে আসছে। অস্ত্র না প্রবেশের বিষয়ে জানতে চাইলে বিজিবি মহাপরিচালক বলেন, ‘আমাদের যে তথ্যগুলো ছিল সেগুলো আমরা বিএসএফকে জানিয়েছি। বিএসএফও যেন তাদের সীমানা সিল করে সে বিষয়েও তাদেরকে বলা হয়েছে এবং বিএসএফ আশ্বস্ত করেছে।’

মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান আরও বলেন, 'বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে পার্বত্য চট্টগ্রামে শান্তিরক্ষায় দায়িত্ব পালন করে যাচ্ছে বিজিবি। কেএনএফের বিরুদ্ধে সেনাবাহিনীর সঙ্গে যৌথভাবে অপারেশন করছি। ইতোমধ্যে কেএনএফের একটি ক্যাম্প দখল করেছে বিজিবি। সেই ক্যাম্প থেকে বেশকিছু আগ্নেয়াস্ত্র, কেএনএফের ইউনিফর্ম ও ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে।'

(ঢাকাটাইমস/১৫জুন/এসএস/কেএম)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :