মোদি-বাইডেন বৈঠক, ইন্দোপ্যাসিফিকে শান্তি নিয়ে আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
| আপডেট : ২৩ জুন ২০২৩, ১০:০৯ | প্রকাশিত : ২৩ জুন ২০২৩, ১০:০১

যুক্তরাষ্ট্র সফরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকে ইন্দোপ্যাসিফিকে শান্তি রক্ষা নিয়ে আলোচনা হয়েছে।

বৃহস্পতিবার সফরের তৃতীয় দিনে হোয়াইট হাউসে রাজকীয় সংবর্ধনা দেয়া হয় ভারতের প্রধানমন্ত্রীকে। সেখানে তাকে সাদরে অভ্যর্থনা জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এরপর দুই নেতার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। আলোচনার পর হোয়াইট হাউসে যৌথ বিবৃতি দেন জো বাইডেন ও নরেন্দ্র মোদি।

আরও পড়ুন>>বাইডেনকে ইয়েটস অনূদিত উপনিষদ উপহার দিলেন মোদি, জিলকে সবুজ হীরা

নয় বছর পর কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট এমন যৌথ বিবৃতি দিলেন হোয়াইট হাউসের ইস্ট হলে, যাতে উঠে এসেছে রাশিয়াসহ একাধিক প্রসঙ্গ।

হোটাইট হাউসে প্রধানমন্ত্রী মোদি বলেন, ‘ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের ইতিহাসে আজকের দিনটি একটি বিশেষ গুরুত্ব বহন করছে। আজকের আলোচনায় যেসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাতে এক নতুন অধ্যায় শুরু হল, যা আমাদের ব্যাপক বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্বের দিকে প্রযোজ্য।’

অপরদিকে প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্ক ‘শক্তিশালী, ঘনিষ্ঠ ও গতিশীল।’

যৌথ বিবৃতিতে মোদি বলেন, ‘গণতন্ত্র ভারতের শিরায় শিরায় রয়েছে।’

‘আর্টেমিস অ্যাকর্ড’ এর ক্ষেত্রে যৌথভাবে এগিয়ে যাওয়ার পথে সমঝোতা হয়েছে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের।

নরন্দ্রে মোদি জানান, ইন্দোপ্যাসিফিকে শান্তি রক্ষা নিয়ে যেমন আলোচনা হয়েছে, তেমনই বিশ্ব শান্তি নিয়েও আলোচনা উঠে এসেছে।

ভারতীয় প্রধানমন্ত্রী আরও বলেন, ‘ গণতন্ত্র আমাদের চেতনায়, আমাদের শিরায়, আমরা গণতন্ত্রে বাঁচি। আমাদের সরকার সংবিধান মেনে কাজ করে এবং বর্ণ, ধর্ম, লিঙ্গ, বয়সের ওপর কোনো বৈষম্য নেই ভারতে, ভারত গণতন্ত্রের শ্বাস নেয় তাই বৈষম্যের প্রশ্নই আসে না।’

যৌথ সংবাদ সম্মেলনে মোদিকে মানবাধিকার নিয়ে প্রশ্ন করা হয়। ভারতের মানবাধিকার ইস্যুতে তিনি বলেন, ‘মানবাধিকার না থাকলে গণতন্ত্র থাকে না। ভারত একটি গণতান্ত্রিক দেশ।’

ভারতের গণতন্ত্র প্রসঙ্গে নরেন্দ্র মোদি বলেন, ‘আমরা একটি গণতন্ত্র...ভারত এবং আমেরিকা উভয়েরই ডিএনএতে গণতন্ত্র রয়েছে।’

ক্যানসারের চিকিৎসা থেকে মহাকাশ বিজ্ঞানের গবেষণা সংক্রান্ত নানান বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা হয়েছে বলে যৌথ বিবৃতিতে জানানো হয়েছে। এছাড়াও ২০২৪ সালে আন্তর্জাতিক স্পেশ স্টেশনে মহাকাশ বিজ্ঞানীদের পাঠানোসহ একাধিক বিষয় যৌথ বিবৃতিতে উঠে আসে।

(ঢাকাটাইমস/২৩জুন/এফএ)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :