বিএনপির সমাবেশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশের চেকপোস্ট

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১২ জুলাই ২০২৩, ১২:১৫ | প্রকাশিত : ১২ জুলাই ২০২৩, ১২:০৯

বিএনপির কেন্দ্র ঘোষিত সমাবেশকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ অংশে চেকপোস্ট বসিয়েছেন পুলিশ। এতে ২০ জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

বুধবার সকালে সরেজমিনে গিয়ে দেখা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক বাসস্ট্যান্ডে ঢাকামুখী বাসসহ বিভিন্ন যানবাহন থামিয়ে তল্লাশি করা হচ্ছে।

দেখা গেছে, বুধবার ভোর সাড়ে ৫টা থেকে দূরপাল্লা থেকে শুরু করে ধীরগতির যানবাহন থামিয়ে সন্দেহজনক মনে হলেই চেক করা হচ্ছে। বাসে যাত্রীদের ব্যাগ এবং ব্যক্তিগত গাড়ির ভেতর ও পেছনে ব্যাকডালা তল্লাশি করতেও দেখা গেছে পুলিশ সদস্যদের।

তবে এ রিপোর্ট লিখা পর্যন্ত এখনো কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি।

চিটাগাংরোড থেকে মানিকগঞ্জের উদ্দেশ্যে নীলাচল বাসে উঠেছেন আবুল হোসেন। তাকে তল্লাশির বিষয়ে জিজ্ঞেস করলে বলেন, আমি চিটাগাংরোড থেকে গাড়িতে উঠেছি মৌচাক আসতেই পুলিশ গাড়ি থামিয়ে আমাকে এবং আমার ব্যাগ তল্লাশি করেছেন। তাদের কাজ তারা করেছে এখানে আমাদের তো আর কিছু করার নেই।

সোহাগ পরিবহনের এক যাত্রী জানান, পুলিশ অন্যান্য গাড়ির মতো আমাদের গাড়িও থামিয়ে চেক করেছেন। তবে আমাদের গাড়ি থেকে কাউকে আটক করেনি।

তল্লাশির বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, চেকপোস্ট আমাদের রুটিন মাফিক কাজ। তবে আজ বিএনপির সমাবেশকে কেন্দ্র করে নাশকতা যাতে না হয়, সেজন্য পুলিশের সতর্ক অবস্থান রয়েছে৷ কোনো যানবাহনে বিস্ফোরক দ্রব্য বহন করা হচ্ছে কি-না সেটা দেখা হচ্ছে৷ পাশাপাশি সড়কে যাতে প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় তার জন্যই এ চেকপোস্ট বসানো হয়েছে।

(ঢাকাটাইমস/১২জুলাই/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফরিদপুরে রিকশা চালকদের মাঝে ছাতা-পানি বিতরণ জেলা প্রশাসনের

এক জমি পরিষ্কারের আগুনে পুড়ল আরও ২৫ বিঘার ভুট্টা

জানাজায় গিয়ে আইফোন হারালেন ধর্মমন্ত্রী

উপজেলা নির্বাচন: নোয়াখালীর সুবর্ণচরে প্রতিপক্ষের কর্মীকে পিটিয়ে জখম করলেন চেয়ারম্যান

ইসলামপুরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা চেয়ারম্যান হলেন আ. লীগের সালাম

মাছের সঙ্গে এ কেমন শত্রুতা

পাথরঘাটায় সাংবাদিকদের নামে সাইবার মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন 

চুয়াডাঙ্গায় ৬ বছরের শিশু ধর্ষণ মামলায় বৃদ্ধ গ্রেপ্তার

তীব্র গরমে ধান কাটতে গিয়ে কৃষকের মৃত্যু

শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে কাঁদলেন র‌্যাব কর্মকর্তা

এই বিভাগের সব খবর

শিরোনাম :