জাতিসংঘের জলবায়ু সম্মেলনে আরব আমিরাতকে সহযোগিতা দেবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২১ জুলাই ২০২৩, ১৪:১৫ | প্রকাশিত : ২১ জুলাই ২০২৩, ১৪:১৩

ক্লাইমেট ভালনারেবল ফোরাম (সিভিএফ) ট্রয়কার সদস্য হিসেবে ২৮তম জাতিসংঘ জলবায়ু সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহায়তা সংযুক্ত আরব আমিরাতকে দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।

বৃহস্পতিবার ২৮তম জলবায়ু সম্মেলনের (কপ-২৮) প্রেসিডেন্ট এবং সংযুক্ত আরব আমিরাতের শিল্প ও উন্নত প্রযুক্তি বিষয়ক মন্ত্রী ড. সুলতান আহমেদ আল জাবেরের সঙ্গে এক বৈঠকে তিনি এ আশ্বাস দেন।

পররাষ্ট্রমন্ত্রী কপ-২৮ এর প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরকালে সরকার, সুশীল সমাজ এবং যুব প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করার জন্য ধন্যবাদ জানান।

ড. আল জাবের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ নিয়ে গভীর সন্তোষ প্রকাশ করেন।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন বলেন, ‘বাংলাদেশ প্রস্তাবিত ক্ষয়ক্ষতি তহবিলের বিষয়ে একটি সুনির্দিষ্ট ফলাফল দেখতে চায়। কপ-২৮ প্রেসিডেন্ট-নির্বাচিত ব্যক্তি তার মেয়াদে তহবিল চালু করার বিষয়ে আশানুরূপ ফল দেখতে চাই।’

পররাষ্ট্রমন্ত্রী জলবায়ুর প্রভাবের কারণে বাস্তুচ্যুতদের পরিস্থিতি মোকাবিলার গুরুত্ব পুনর্ব্যক্ত করেন।

ড. আব্দুল মোমেন সংযুক্ত আরব আমিরাতের সবুজায়নের উদ্যোগের প্রশংসা করেন। এ প্রচেষ্টাকে আরও ত্বরান্বিত করতে বীজ, চারা এবং মানবসম্পদ দিয়ে সহায়তার প্রস্তাব দেন তিনি।

ড. আল জাবের এ প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছেন। দুই মন্ত্রী জ্বালানি সরবরাহ এবং নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়ানোর সম্ভাবনা নিয়েও আলোচনা করেন।

উভয় মন্ত্রী আগামী বছর দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৫০তম বার্ষিকী যথাযথভাবে পালনে আগ্রহ প্রকাশ করেন।

(ঢাকাটাইমস/২১জুলাই/এমএইচ/এফএ)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

বিলুপ্তপ্রায় বৃক্ষ সংরক্ষণে গবেষণা বৃদ্ধি করা হবে: পরিবেশমন্ত্রী

জাতীয় খেলা কাবাডি ক্রমেই আন্তর্জাতিক পরিমণ্ডলে বিস্তৃত হচ্ছে: আইজিপি

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিতে জাইকা ও বিদ্যুৎ বিভাগের কর্মশালা

১২০০ কোটি টাকায় ভারত থেকে ২০০ বগি কিনছে রেলওয়ে, চুক্তি স্বাক্ষর

ভোটার উপস্থিতি নিয়ে কমিশন উদ্বিগ্ন নয়: ইসি আলমগীর

প্রধানমন্ত্রীর ঘোষণার পরেও আন্দোলন প্রত্যাহার করছেন না অটোরিকশা চালকরা, রুট পারমিটসহ নানান দাবি

প্রেসিডেন্ট রাইসিসহ ৯ জনের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গভীর শোক প্রকাশ

রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা চলবে: ওবায়দুল কাদের 

রামপুরায় অবরোধ ছেড়ে দিলো রিকশাচালকরা, যানচলাচল স্বাভাবিক

সৌদি আরব গেছেন ৩০ হাজার ৮১০ হজযাত্রী 

এই বিভাগের সব খবর

শিরোনাম :