চট্টগ্রামে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ, শিক্ষকের যাবজ্জীবন

ঢাকাটাইমস ডেস্ক
 | প্রকাশিত : ১০ আগস্ট ২০২৩, ১৩:৫৩

প্রথম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ঘটনায় চট্টগ্রামের সন্দ্বীপে এক মাদ্রাসা শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক জয়নাল আবেদীন এ রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আবু তাহের ওরফে শিপন (৩০) সন্দ্বীপের হারামিয়া ইউনিয়নের হারামিয়া গ্রামের মৃত আবুল কালাম ওরফে ফখড়ের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি জিকো বড়ুয়া। তিনি জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি আবু তাহেরকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত।

সূত্র থেকে জানা গেছে, ২০২১ সালের ৯ জুন মাদ্রাসায় যায় ওই ছাত্রী। সেদিন তার পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে মাদ্রাসার বারান্দায় বড় ভাইয়ের জন্য অপেক্ষা করছিল সে। কিন্তু গাড়ি চালক বড় ভাই সেদিন দূরে ভাড়া নিয়ে যাওয়ায় ছোট বোনকে আনতে যেতে পারেননি। এদিকে অপেক্ষায় থাকা ওই ছাত্রীকে একা দেখতে পেয়ে বেত দিয়ে মেরে তাকে জোর করে মাদ্রাসার অফিস কক্ষে নিয়ে যান শিক্ষক আবু তাহের। সেখানে ওই ছাত্রীকে তিনি ধর্ষণ করেন।

পরে আবু তাহের পুকুরে গেলে মেয়েটি অফিস কক্ষ থেকে পালিয়ে বাড়ি চলে যায়। স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সন্দ্বীপের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা শেষে তার বাবা ২০২১ সালের ১৩ জুন থানায় মামলা করেন। মামলায় মাদ্রাসা শিক্ষক আবু তাহেরকে আসামি করা হয়। এ ঘটনায় শিশুটি ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি দেয়। ট্রাইব্যুনালে চিকিৎসক ও মামলার তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ শেষে আজ আসামিকে দোষী সাব্যস্ত করে এ রায় দিয়েছে আদালত।

(ঢাকাটাইমস/১০ আগস্ট/ ইএইচ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ভাঙ্গা-রাজবাড়ী-ঢাকা রুটে আসছে নতুন ২ জোড়া ট্রেন

‘৭ জানুয়ারি আ.লীগ প্রার্থীকে জেতাতে অপকর্ম করেছি’, আ.লীগ নেতার বক্তব্য ভাইরাল

পিরোজপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ

গজারিয়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রশ্নফাঁসে জড়িত ডা. তারিমের ডায়াগনস্টিক সেন্টারকে লাখ টাকা জরিমানা

পূবাইলে পানি ও খাবার স্যালাইন বিতরণ

চাঁদপুরে ইলিশ ধরার প্রস্তুতি জেলেদের

দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ৪৩.৮ ডিগ্রি তাপমাত্রা যশোরে

সিলেটের ৪ উপজেলায় ২৫ চেয়ারম্যান প্রার্থী, ৯ জন স্বশিক্ষিত

পাইনাপেল সিল্ক উৎপাদনে আমাদের সহযোগিতা থাকবে: সমাজকল্যাণমন্ত্রী

এই বিভাগের সব খবর

শিরোনাম :