২৬৮ রানে থামল পাকিস্তানের ইনিংস

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৬ আগস্ট ২০২৩, ১৯:৩০

তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজমের ফিফটিতে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৬৮ রান তুললো পাকিস্তান। ফলে হোয়াইটওয়াশ এড়াতে আফগানদের করতে হবে ২৬৯ রান।

কলম্বোতে ম্যাচের শুরুতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাকিস্তানি দলনেতা বাবর আজম। ব্যাটিংয়ে নেমে শুরুটা তেমন ভালো হয়নি। ২৭ রানে ফখর জামান ও ১৩ রানে ইমাম উল হক সাজঘরের পথ ধরেন।

তবে তৃতীয় উইকেট জুটিতে খুঁটি গেড়ে ব্যাট করতে থাকেন দলনেতা বাবর আজম ও উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। এ সময় দুজন মিলে গড়েন ১১০ রানের বড় জুটি। দুজনই ব্যক্তিগত অর্ধশতক পূর্ণ করেন। বাবর ৮৬ বলে ৬০ ও রিজওয়ান ৭৯ বলে ৬৭ রান করে আউট হন। এছাড়া ৯ রানে শাকিল ও ৩ রানে শাদাব আউট হন।

শেষদিকে দলীয় স্কোরে কিছু রান যোগ করেন আঘা সালমান ও মোহাম্মদ নেওয়াজ। সপ্তম উইকেট জুটিতে দুজন মিলে গড়েন ৬১ রানের জুটি। ২৫ বলে ৩০ রান করেন নেওয়াজ। আর ৩১ বলে ৩৮ রানে অপরাজিত থাকেন সালমান।

(ঢাকাটাইমস/২৬আগস্ট/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :