ফুটবলারদের বিচারে বর্ষসেরা খেলোয়াড় হালান্ড

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ৩১ আগস্ট ২০২৩, ১৫:৫৮

পেশাদার ফুটবলার্স অ্যাসোসিয়েশনের (পিএফএ) ভোটে প্রিমিয়ার লিগের গত মৌসুমের বর্ষসেরা খেলোয়াড় বিবেচিত হয়েছেন ম্যানচেস্টার সিটি স্ট্রাইকার আর্লিং হালান্ড। ট্রেবল জয়ী সিটির হয়ে প্রথম মৌসুমেই দুর্দান্ত পারফরমেন্সের পুরস্কার হিসেবে নরওয়েজিয়ান এই তরুণ বর্ষসেরার পুরস্কার পেলেন।

সতীর্থ খেলোয়াড়দের ভোটে নারী বিভাগে সেরার পুরস্কার পেয়েছেন ইংল্যান্ড ও অ্যাস্টন ভিলার তারকা রাচেল ডালি।

সিটির হয়ে অভিষেক মৌসুমের সময়টা দারুণ উপভোগ করেছেন হালান্ড। সব ধরনের প্রতিযোগিতায় পেপ গার্দিওলার দলের হয়ে করেছেন ৫২ গোল। জয় করেছেন প্রিমিয়ার লিগ, এফএ কাপ ও চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। ২৩ বছর বয়সী এই স্ট্রাইকার বর্ষসেরার দৌঁড়ে পিছনে ফেলেছেন সতীর্থ জন স্টোনস, কেভিন ডি ব্রুইনা, আর্সেনালের দুই খেলোয়াড় বুকায়ো সাকা, মার্টিন ওডেগার্ড ও টটেনহ্যামের সাবেক স্ট্রাইকার হ্যারি কেনকে।

উচ্ছসিত হালান্ড এ সম্পর্কে বলেছেন, ‘মর্যাদাপূর্ণ এই পুরস্কার জয় করাটা সত্যিই সম্মানের। সতীর্থদের দ্বারা প্রশংসিত হবার অনুভূতিই ভিন্ন। যারা আমাকে ভোট দিয়েছে তাদের সবাইকে ধন্যবাদ জানাদেত চাই। পুরো দলের জন্য এটি একটি স্মরণীয় মৌসুম ছিল। ব্যক্তিগত ভাবে আমার কাছেও তাই। ট্রেবল জয়ের বিষয়টি আমি কখনো চিন্তাই করতে পারিনি। সে কারণে বিশেষ কিছু খেলোয়াড়ের সাথে শিরোপাগুলো জয়ের অনুভূতি ছিল অসাধারণ। গত মৌসুমে আমরা সবাই মিলে বেশ কিছু অবিস্মরণীয় মুহূর্তের জন্ম দিয়েছি। এবারও সেটা করে দেখানোর দায়িত্ব পড়েছে সকলের কাঁধে। আমরা মৌসুমের শুরুটা ভাল করেছি, এখন সেটা এগিয়ে নিতে হবে।’

ফুটবলাদের ভোটে বর্ষসেরা তরুণ খেলোয়াড় মনোনীত হয়েছে সাকা। নারীদের বিভাগে এই পুরস্কার জয় করেছেন চেলসির লরেন জেমস। ডালি এবং জেমস বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ড দলের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড় ছিলেন। যদিও ফাইনালে স্পেনের কাছে পরাজিত হয়ে হতাশ হতে হয় ইংল্যান্ডকে।

(ঢাকাটাইমস/৩১আগস্ট/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এশিয়ান তায়কোয়ান্দো চ্যাম্পিয়ন ইরান

হাই পারফরম্যান্স দলে শ্রেয়াস-ইশান, আবারও ফিরতে পারেন কেন্দ্রীয় চুক্তিতে

এবারের বিশ্বকাপে বাংলাদেশকে নিয়ে যা বললেন মাশরাফি

এইচপির ট্রেনিং ক্যাম্পের দল ঘোষণা বিসিবির

যুক্তরাষ্ট্রে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ, দেখে নিন ম্যাচ সূচি

সিটি ছাড়ার কথা ভাবছেন  ‘ক্লান্ত’ গার্দিওলা

দক্ষিণ আফ্রিকার সঙ্গে সিরিজ: বিশ্বকাপের অধিনায়কসহ ৭ জনকে রাখছে না ওয়েস্ট ইন্ডিজ

ব্রাজিলের কোপা স্কোয়াডে নতুন চার মুখ, বাদ পড়লেন এডারসন

দাপুটে জয়ে আবারও শিরোপা উঠলো ম্যানসিটির হাতে, গড়ল ইতিহাসও

পাকিস্তান সফরের ইচ্ছাপ্রকাশ বিরাট কোহলির, বেজায় খুশি আফ্রিদি

এই বিভাগের সব খবর

শিরোনাম :