বার্ডস আইয়ের গরমের শার্ট

ফ্যাশন হাউস বার্ডস আই গরমের চিন্তা মাথায় রেখে তাদের আউটলেট সাজিয়েছে নতুন সাজে। বর্ষা ও গরম উপযোগী সব ধরনের পোশাক নিয়ে এসছে তাদের আউটলেট গুলোতে।
বার্ডস আই বরাবরই নান্দনিক সব পোশাক নিয়ে আসার চেষ্টা করে। বিভিন্ন ডিজাইনের বাহারি সব পোশাক রয়েছে ফ্যাশন হাউজ টিতে।
বার্ডস আইয়ের সঞ্চালক মনে করে পোশাক হচ্ছে আভিজাত্যের বহিঃপ্রকাশ। এবারের বিশেষ আয়োজন হিসেবে রয়েছে নানা রকম ডিজাইনের শার্ট।
সেই সাথে ছেলেদের সব ধরনের পোশাক থাকছে যেমন টি শার্ট, পলো টি শার্ট, শার্ট, পাঞ্জাবি ইত্যাদি। চায়না, ইন্ডিয়ান ও বাংলাদেশী কাপড়ের তৈরি শত শত ডিজাইনের পাঞ্জাবি, শার্ট, পলো টি শার্ট সারাদেশে পাইকারি ও খুচরা বিক্রেতা (BIRDS EYE) বার্ডস আই।
আজিজ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় বার্ডস আইয়ের ২ টি মেগা শো-রুমে রয়েছে পাইকারি ও খুচরা বিক্রয়ের ব্যবস্থা।
(ঢাকাটাইমস/১০সেপ্টেম্বর/এমএইচ)

মন্তব্য করুন