কুড়িগ্রামে মঞ্চায়িত হলো নাটক ক্ষেতমজুর খৈইমুদ্দিন

কুড়িগ্রাম প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৪২

কুড়িগ্রামে জেলা শিল্পকলা অ্যাকাডেমির আয়োজনে মুক্তিযুদ্ধভিত্তিক নাটক ‘ক্ষেতমজুর খৈমুদ্দিন’ মঞ্চস্থ হয়েছে। নাটকটি দেখতে অডিটোরিয়ামে নানান শ্রেণি পেশার মানুষের উপস্থিতি লক্ষ করা যায়। লিয়াকত আলী লাকীর ভাবনা ও পরিকল্পনায়, গোলাম সারোয়ারের রচনা ও নির্দেশনায় মুক্তিযুদ্ধভিত্তিক নাটক ক্ষেতমজুর খইমুদ্দিন মঞ্চায়িত করেছে কুড়িগ্রাম জেলা শিল্পকলা অ্যাকাডেমি।

শুক্রবার রাতে শেখ রাসেল পৌর অডিটরিয়ামে ক্ষেতমজুর খৈমুদ্দিন নাটকটি মঞ্চায়িত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, কুড়িগ্রাম পৌরসভার মেয়র কাজিউল ইসলাম, পিপি এসএম আব্রাহাম লিংকন, উপজেলা নির্বাহী অফিসার মো. রাশেদুল হাসান, জেলা শিল্পকলা অ্যাকাডেমির সাধারণ সম্পাদক মো. রাশেদুজ্জামান বাবু প্রমুখ।

কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ বলেন, কুড়িগ্রামের শিল্পীদের অসাধারণ পরিবেশনা মন ছুঁয়েছে আগত দর্শকদের, উদ্দীপ্ত করেছে। মুক্তিযুদ্ধের চেতনা নির্ভর ইতিবাচক ও উন্নয়নমুখী জীবনের জয়যাত্রাকে আরো বিকশিত করতে এমন খৈমুদ্দিনের প্রয়োজন।

(ঢাকাটাইমস/১৬ সেপ্টেম্বর/ইএইচ)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সারাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :