গজারিয়ায় সড়ক সংস্কারের দাবিতে অবরোধ

গজারিয়ায় সড়ক সংস্কারের দাবিতে মহাসড়কের একাংশে টায়ার জ্বালিয়ে অবরোধ করেছে স্থানীয় অটোরিকশা চালক ও গ্রামবাসী।
রবিবার উপজেলার বালুয়াকান্দী ইউনিয়নের ঢাকা চট্টগ্রাম মহাসড়কের তেতৈতলা হাঁস পয়েন্ট থেকে মেঘনা ঘাট বাজার সড়কে শত শত অটোরিকশা থামিয়ে চালকরা ও গ্রামবাসী সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে রাখে তারা।
এ সময় বালুয়াকান্দী ইউপি পরিষদের প্যানেল চেয়ারম্যান, ইউপি সদস্য মো. রিটু প্রধান বলেন, এ পথে চলাচলরত সাধারণ মানুষ প্রতি নয়ত দূর্ভোগের শিকার হচ্ছে, গতকাল একজন গর্ভবতী নারী অটো থেকে পড়ে গিয়ে এখন মুমূর্ষু অবস্থায় রয়েছে, অথচ এ বিষয়ে শিল্প প্রতিষ্ঠানগুলো এক কোম্পানী আরেক কোম্পানীর ওপর দায় চাপাচ্ছে। আমরা এই দূর্ভোগ থেকে মুক্তি চাই।
সার্বিক বিষয়টি সড়ক ও জনপথ অধিদপ্তরের নারায়ণগঞ্জ ডিভিশনের নির্বাহী প্রকৌশলী শাহানা ফেরদৌস বলেন, এ সড়কটি অগ্রাধিকার ভিত্তিতে আমাদের নজরে আসে নাই, এক সময় ফেরীঘাটে চলাচলের জন্য ব্যবহৃত হতো, পরবর্তীতে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের গাড়ি চলাচল করে সড়কটির ব্যাপক ক্ষতি করে তারপরও যদি স্থানীয় জনপ্রতিনিধি আমাদের ডিও লেটার দেন তাহলে অগ্রাধিকার ভিত্তিতে সড়কটি সংস্কারে ব্যবস্থা নেয়া হবে।
(ঢাকাটাইমস/০৮ অক্টোবর/ইএইচ)

মন্তব্য করুন