সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব হলেন খায়রুল আলম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ০৯ অক্টোবর ২০২৩, ২০:১৮ | প্রকাশিত : ০৯ অক্টোবর ২০২৩, ২০:১৭

অতিরিক্ত সচিব খায়রুল আলম সেখকে পদোন্নতি দিয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছে সরকার। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব খায়রুল আলম সেখকে পদোন্নতি দিয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

সম্প্রতি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. জাহাঙ্গীর আলমকে স্বাস্থ্যসেবা বিভাগের বদলি করা হয়েছে। খায়রুল আলম বিদায়ী সচিব জাহাঙ্গীর আলমের স্থলাভিষিক্ত হলেন।

এর আগে ২০২১ সালের ডিসেম্বরে খায়রুল আলম বাংলাদেশ জুট মিলস করপোরেশনের (বিজেএমসি) চেয়ারম্যান পদে নিয়োগ পান। সেসময় তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব ছিলেন। গতবছর তাকে পুনরায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়।

প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তার বাড়ি ফরিদপুর জেলায়।

(ঢাকাটাইমস/০৯অক্টোবর/এসএস/কেএম)

সংবাদটি শেয়ার করুন

প্রশাসন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

প্রশাসন এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :