বিএনপি নয়াপল্টনে আ.লীগ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে, সমাবেশের অনুমতি ডিএমপির

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৭ অক্টোবর ২০২৩, ২২:২৬ | প্রকাশিত : ২৭ অক্টোবর ২০২৩, ২০:২২

শর্ত সাপেক্ষে শনিবার রাজধানীতে মহাসমাবেশের অনুমতি পেল বিএনপি ও আওয়ামী লীগ। শুক্রবার রাতে এ অনুমতি দেওয়া হয়েছে। রাজধানীর নয়পল্টন দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে বিএনপি। আর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ করবে আওয়ামী লীগ।

তবে জামায়াতে ইসলামীকে রাজধানীর শাপলা চত্বরে সমাবেশের অনুমতি দেওয়া হবে না।

ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ঢাকা টাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

রাজনৈতিক দলগুলোর সমাবেশ নিয়ে শুক্রবার বিকালে ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের নিয়ে বৈঠকে বসেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পরে আবারও সিনিয়র কর্মকর্তাদের নিয়ে বৈঠক শুরু হয়।

ডিএমপি সূত্রে জানা গেছে, ২০ শর্তে আওয়ামী লীগ ও বিএনপিকে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে।

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে শনিবার এই সমাবেশ কর্মসূচি দিয়েছে বিএনপি। আর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে আওয়ামী লীগ। দুদলের এ সমাবেশ ঘিরে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। এ অবস্থায় ২০টি শর্তে দুই দলকে সমাবেশের অনুমতি দিলো ডিএমপি।

​(ঢাকাটাইমস/২৭অক্টোবর/এসএস/ইএস)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :