রাঙ্গাবালীতে ১০ মণ জাটকা জব্দ

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১১ নভেম্বর ২০২৩, ২৩:২৫ | প্রকাশিত : ১১ নভেম্বর ২০২৩, ২২:০৯

পটুয়াখালী জেলার রাঙ্গাবালী আগুনমূখা নদীতে ট্রালার ও যাত্রীবাহী লঞ্চ থেকে ৪০০ কেজি (১০ মণ) জাটকা জব্দ করা হয়েছে।

শনিবার সকালে মৎস্য বিভাগ ও কোস্টগার্ডের যৌথ অভিযানে এসব জাটকা জব্দ করা হয়।

কোস্ট গার্ড রাঙ্গাবালীর আউটপোস্টের কন্টিনজেন্ট কমান্ডার এম মিজানুর রহমান বলেন, ইলিশের উৎপাদন বাড়াতে ৮ মাস জাটকা ধরার উপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। তার অংশ হিসেবে আগুনমূখা নদীতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় এক তলা লঞ্চ ও ট্রলার তল্লাশি করে জাটকাগুলো উদ্ধার করা হয়।

আমাদের এই অভিযান নিয়মিত চলমান থাকবে বলে তিনি জানান।

পরে উদ্ধারককৃত জাটকা বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের উপস্থিতিতে দুস্থ-অসহায় লোক জন এবং এতিমখানা প্রতিনিধির মাঝে বিতরণ করা হয়।

(ঢাকাটাইমস/১১ নভেম্বর/ইএইচ)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সারাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :