ইউএনওর সঙ্গে স্মৃতি পাঠাগারের প্রতিনিধিদলের সাক্ষাৎ
মহাবীর ঈশা খাঁ স্মৃতি পাঠাগারের কার্যকরী কমিটির প্রতিনিধিদল করিমগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার পলাশ কুমার বসুর সঙ্গে সাক্ষাৎ করেছেন।
বৃহস্পতিবার দুপুরে করিমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ইউএনওর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মহাবীর ঈশা খাঁ স্মৃতি পাঠাগারের সভাপতি ঈশা খাঁ গবেষক আমিনুল হক সাদী, সাধারণ সম্পাদক ঈশা খাঁর ১৫ তম অধস্তন পুরুষ দেওয়ান জামাল দাদ খান।
সাক্ষাৎকালে লেখক আমিনুল হক সাদী লিখিত বই উপহার দেন ইউএনওকে। এ সময় পাঠাগারের নেতৃবৃন্দ মহাবীর ঈশা খাঁর স্মৃতি সংরক্ষণে বিস্তারিত আলোচনা করেন।
পাঠাগার পরিচালনা কমিটির সভাপতি ঈশা খাঁ গবেষক আমিনুল হক সাদী জানান, মহাবীর ঈশা খাঁর স্মৃতিকে টিকিয়ে রাখার লক্ষে পাঠাগারটিকে নতুন করে ঢেলে সাজানো হবে। সেই লক্ষে পাঠাগারটির কার্যক্রম বেগবান করতে উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে সাক্ষাৎ করেছি।
(ঢাকাটাইমস/০৭ডিসেম্বর/ইএইচ)
মন্তব্য করুন