ইউএনওর সঙ্গে স্মৃতি পাঠাগারের প্রতিনিধিদলের সাক্ষাৎ

কিশোরগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ ডিসেম্বর ২০২৩, ২০:৪৬
অ- অ+

মহাবীর ঈশা খাঁ স্মৃতি পাঠাগারের কার্যকরী কমিটির প্রতিনিধিদল করিমগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার পলাশ কুমার বসুর সঙ্গে সাক্ষাৎ করেছেন।

বৃহস্পতিবার দুপুরে করিমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ইউএনওর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মহাবীর ঈশা খাঁ স্মৃতি পাঠাগারের সভাপতি ঈশা খাঁ গবেষক আমিনুল হক সাদী, সাধারণ সম্পাদক ঈশা খাঁর ১৫ তম অধস্তন পুরুষ দেওয়ান জামাল দাদ খান।

সাক্ষাৎকালে লেখক আমিনুল হক সাদী লিখিত বই উপহার দেন ইউএনওকে। এ সময় পাঠাগারের নেতৃবৃন্দ মহাবীর ঈশা খাঁর স্মৃতি সংরক্ষণে বিস্তারিত আলোচনা করেন।

পাঠাগার পরিচালনা কমিটির সভাপতি ঈশা খাঁ গবেষক আমিনুল হক সাদী জানান, মহাবীর ঈশা খাঁর স্মৃতিকে টিকিয়ে রাখার লক্ষে পাঠাগারটিকে নতুন করে ঢেলে সাজানো হবে। সেই লক্ষে পাঠাগারটির কার্যক্রম বেগবান করতে উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে সাক্ষাৎ করেছি।

(ঢাকাটাইমস/০৭ডিসেম্বর/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শাখারি বাজারে কীর্তন অনুষ্ঠানে খালেদা জিয়ার সুস্থতায় দোয়া প্রার্থনা
জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে ক্ষমতাকে আঁকড়ে রাখার জন্য নয় : জুয়েল
সেনাবাহিনীকে দেওয়া হচ্ছে জবির ক্যাম্পাস নির্মাণের কাজ: উপাচার্য 
জবি শিক্ষার্থীদের অনশন প্রত্যাহার, বুধবার পর্যন্ত ‘শাটডাউন’
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা